০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

তিন হাজার কিমি পথ সাঁতরে নিউজিল্যান্ডে এল বিরল পেঙ্গুইন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্কঃ অ্যান্টার্কটিকা থেকে ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় বিলুপ্ত প্রজাতির একটি অ্যাডেলি পেঙ্গুইন ভেসে ওঠে নিউজিল্যান্ড উপকূলে। নিউজিল্যান্ডে এই প্রজাতির পেঙ্গুইনের দেখা মেলায় রীতিমতো অবাক উপকূলীয় বাসিন্দারা। অ্যান্টার্কটিকা অঞ্চলজুড়ে মূলত এই প্রজাতির পেঙ্গুইনের আবাসস্থল। বিশ্বের বেশিরভাগ প্রজাতির পেঙ্গুইনের দেখা মেলে সেখানে।

নিউজিল্যান্ড উপকূলের স্থানীয় হ্যারি সিং দম্পতি সৈকতে বের হযে প্রথম এই পেঙ্গুইনের দেখা পান। সিং পেঙ্গুইনটিকে দেখে ভেবেছিলেন তুলতুলে খেলনা।  সিং বলেন– ’আমি প্রথমে এটিকে কোনও সফট টয়   ভেবেছিলাম। ভালো করে দেখে বুঝি এটি আসল’। নিজের ফেসবুকে বিরল প্রজাতির পেঙ্গুইনের একটি ছবিও পোস্ট  করেছেন তিনি। আরও জানান– ‘উপকূলে হাজির হওয়া পেঙ্গুইনটি এক ঘণ্টা কোনও নড়াচড়া করেনি। খুবই  ক্লান্ত দেখাচ্ছিল। তখন উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়।’ এরপর বন্যপ্রাণী উদ্ধারকারী দল এসে পেঙ্গুইনটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখে। রক্ত পরীক্ষাও হয়।রিপোর্টে দেখা গেছে– ওজন কম ও জল  শূন্যতায় ভুগছিল সে। তাকে টিউবের মাধ্যমে দেওয়া হয়েছে খাবার। এ নিয়ে নিউজিল্যান্ডে তৃতীয়বারের মতো দেখা মিলল অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইন।


                            
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তিন হাজার কিমি পথ সাঁতরে নিউজিল্যান্ডে এল বিরল পেঙ্গুইন

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অ্যান্টার্কটিকা থেকে ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় বিলুপ্ত প্রজাতির একটি অ্যাডেলি পেঙ্গুইন ভেসে ওঠে নিউজিল্যান্ড উপকূলে। নিউজিল্যান্ডে এই প্রজাতির পেঙ্গুইনের দেখা মেলায় রীতিমতো অবাক উপকূলীয় বাসিন্দারা। অ্যান্টার্কটিকা অঞ্চলজুড়ে মূলত এই প্রজাতির পেঙ্গুইনের আবাসস্থল। বিশ্বের বেশিরভাগ প্রজাতির পেঙ্গুইনের দেখা মেলে সেখানে।

নিউজিল্যান্ড উপকূলের স্থানীয় হ্যারি সিং দম্পতি সৈকতে বের হযে প্রথম এই পেঙ্গুইনের দেখা পান। সিং পেঙ্গুইনটিকে দেখে ভেবেছিলেন তুলতুলে খেলনা।  সিং বলেন– ’আমি প্রথমে এটিকে কোনও সফট টয়   ভেবেছিলাম। ভালো করে দেখে বুঝি এটি আসল’। নিজের ফেসবুকে বিরল প্রজাতির পেঙ্গুইনের একটি ছবিও পোস্ট  করেছেন তিনি। আরও জানান– ‘উপকূলে হাজির হওয়া পেঙ্গুইনটি এক ঘণ্টা কোনও নড়াচড়া করেনি। খুবই  ক্লান্ত দেখাচ্ছিল। তখন উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়।’ এরপর বন্যপ্রাণী উদ্ধারকারী দল এসে পেঙ্গুইনটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখে। রক্ত পরীক্ষাও হয়।রিপোর্টে দেখা গেছে– ওজন কম ও জল  শূন্যতায় ভুগছিল সে। তাকে টিউবের মাধ্যমে দেওয়া হয়েছে খাবার। এ নিয়ে নিউজিল্যান্ডে তৃতীয়বারের মতো দেখা মিলল অ্যাডেলি প্রজাতির পেঙ্গুইন।