উৎসবের মরসুমে বাজার করতে গিয়ে পকেটে ছ্যাঁকা মধ্যবিত্ত বাঙালির

- আপডেট : ২৫ জানুয়ারী ২০২৩, বুধবার
- / 8
পুবের কলম প্রতিবেদক: বৃহস্পতিবার সরস্বতী পুজো সেই সঙ্গে যথাযথ মর্যাদার সঙ্গে উদাযাপিত হবে ৭৪তম সাধারণতন্ত্র দিবস। ফলত শহর জুড়ে উৎসবের মেজাজ।
যেকোন উৎসবের সঙ্গেই ভুরিভোজের একটা ওতপ্রোত সম্পর্ক থাকে। শিয়ালদার কোলে মার্কেট থেকে বড়বাজার ঘুরে দেখা গেল আনাজপাতি থেকে ফল, ফুল এমনকি মাছ, মাংস সবকিছুরই দাম বেশ চড়া। তাই সরস্বতী পুজোর বাজার করতে গিয়ে যে মধ্যবিত্ত বাঙালির পকেটে বেশ টান পড়বে সে কথা বলাই বাহুল্য।
তবে শুধুই ছাপোষা গৃহস্থ নয় বিভিন্ন স্কুল, কলেজে উৎসবের ভোজে দামের জেরে মেনুতেও কাটছাঁট করা হচ্ছে। জ্যোতি আলু , চন্দ্রমুখি আলু কমবেশি ঘোরাফেরা করছে ২০ থেকে ২৫ টাকার মধ্যেই। এক পিস ফুলকপি বিকোচ্ছে ২০ টাকায়, সাদা বেগুন টাকা, বাঁধাকপি সাইজ মোতাবেক ১৫ টাকা থেকে ২০ টাকা। টমেটো ৩০ টাকা, কাজু-কিসমিস দিয়ে টমেটোর চাটনি খেতে চাইলে শিয়ালদা বাজারে কাজু-কিসমিসের প্যাকেট বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী ৯০ থেকে ১৫০ টাকা।
একনজরে দেখে নেওয়া যাক বাজারদর
জ্যোতি আলু – ২০ টাকা কেজি
চন্দ্রমুখী আলু – ২৫ টাকা কেজি
আদা – ৭০ টাকা কেজি
উচ্ছে – ৩০ টাকা কেজি
কাঁচাকলা – প্রতি পিস ৪ থেকে ৭ টাকা
বেগুন – ২৫ টাকা কেজি
সাদা বেগুন – ৮০ টাকা কেজি
পটল – ৮০ থেকে ১০০ টাকা কেজি
বিট – ২০ টাকা কেজি
গাজর – ৩০ টাকা কেজি
ঝিঙে – ৩০ টাকা কেজি
ঢ্যাঁড়শ – ৮০ টাকা কেজি
কুমড়ো – ৩০ টাকা কেজি
লাউ – প্রতি পিস ৩০ টাকা
টমেটো – ৩০ টাকা কেজি
পেঁপে – ২০ টাকা কেজি
বাঁধাকপি – ১৫ টাকা কেজি
বরবটি – ৩০ টাকা কেজি
ফুলকপি – ১৫ থেকে ২০টাকা প্রতি পিস
শিম – ৩০ টাকা কেজি
বিন – ৭০ টাকা কেজি
কড়াইশুঁটি – ৬০ টাকা কেজি
মূলো – ৩০ টাকা কেজি
ক্যাপসিকাম – ৩০ টাকা কেজি
পালং শাক – ৩০ টাকা কেজি
কাঁচা লঙ্কা – ৮০ টাকা কেজি
শশা – ৪০ থেকে ৬০ টাকা কেজি
কমলালেবু – ছোট সাইজ প্রতিপিস ১০ টাকা।
নারকেল কুল – ৪০ থেকে ৬০ টাকা প্রতি কেজি
কাজু-কিসমিস ৯০ থেকে ১৫০ টাকা প্রতি বাক্স
রুই – ১৪০ টাকা থেকে ২০০ টাকা কেজি
কাতলা – ২২০ থেকে ৩৫০ টাকা কেজি
তেলাপিয়া – ১০০ টাকা থেকে ১৫০ টাকা কেজি
ইলিশ – ৫০০ টাকা থেকে ১৩০০ টাকা কেজি
বাটা – ১২০ টাকা থেকে ১৫০ টাকা কেজি
পার্শে – ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা কেজি
গলদা চিংড়ি – ৬০০ টাকা থেকে ৭৫০ টাকা কেজি
বাগদা চিংড়ি – ২২০ টাকা থেকে ৪০০ টাকা কেজি
ডিম – প্রতি পিস ৭ টাকা থেকে সাড়ে ৭ টাকা
মুরগির মাংস – ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি
গোটা মুরগি – ১৬০ টাকা কেজি
পাঁঠার মাংস – ৭৮০ টাকা কেজি