কলকাতাWednesday, 23 March 2022
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ

রামপুরহাট গণহত্যার প্রতিবাদে ভাষা চেতনা সমিতির ডাকে পদযাত্রা

mtik
March 23, 2022 8:20 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ রামপুরহাট গণহত্যার প্রতিবাদে আজ কলকাতায় কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে রেখে এক প্রতিবাদ মিছিল বের হয়।প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, ভাষা ও চেতনা সমিতি এবং নো এন আর সি মুভমেন্ট। পোস্টার ও শ্লোগানে মুখর মিছিল কফি হাউস থেকে ধর্মতলা মেট্রোর সামনে যায়।

মিছিল শেষে বক্তব্য পেশ করেন ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ড. ইমানুল হক,এপিডিআরের নিশা বিশ্বাস, নো এন আর সি মুভমেন্টের শর্মিষ্ঠা রায় ও তাপস মুখোপাধ্যায়।বক্তারা বলেন, গুজরাট গণহত্যার খুনীদের রামপুরহাট গণহত্যার প্রতিবাদ করার অধিকার নেই। গুজরাট নন্দীগ্রাম রামপুরহাট তিন গণহত্যাই ঘৃণ্য।বিচারবিভাগীয় তদন্ত জরুরি। গুজরাট নন্দীগ্রাম রামপুরহাট কোনোক্ষেত্রেই দোষীরা যেন ক্লিন চিট পেয়ে না যায়।