পুবের কলম প্রতিবেদকঃ সম্প্রতি চিংড়িঘাটা এলাকায় দুর্ঘটনা যেভাবে বেড়ে চলেছে তা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ধমক খাওয়ার পরে এলাকা পরিদর্শন করতে ছুটে চলে গিয়েছিলেন বিধাননগরের কমিশনার। আর তারপরেই চিংড়িঘাটায় ফুটওভার ব্রিজ একাধিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা শুরু হয়ে গেছে।
শুক্রবার ফুটওভার ব্রিজ পরিদর্শনের জন্য চিংড়িঘাটায় গেলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু।
এলাকা পরিদর্শনের পর তিনি জানিয়েছেন সাধারণ মানুষ যাতে এই দুর্ঘটনা প্রবণ এলাকায় নিরাপদে রাস্তা পার করতে পারেন তার জন্য দ্রুত চালু করা হবে এই ফুটওভার ব্রিজ।
মন্ত্রী জানিয়েছেন, এই এলাকায় কি কারণে এত দুর্ঘটনা ঘটছে তার জন্য একটি সমীক্ষা করা হবে। আইআইটি খড়গপুরকে এই সমীক্ষার দায়িত্ব দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
মন্ত্রীর সঙ্গে ফুটওভার ব্রিজ পরিদর্শনের জন্য এবং ছিলেন ডিসি সাউথ– বিধাননগর কমিশনারেটের আধিকারিক এবং কেএমডির আধিকারিকরা।
বৃহস্পতিবারই এক প্রশাসনিক বৈঠকের মুখ্যমন্ত্রী চিংড়িঘাটা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন,– চিংড়িঘাটায় কেন বারবার এত দুর্ঘটনা ঘটছে? পুলিশের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কি করছেন? এর পরে ওই এলাকায় দুর্ঘটনা কমাতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়। যার মধ্যে ফুটওভার ব্রিজ করার কথাও ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে ফুটওভারব্রিজ হলে তারা উপকৃত হবেন।
প্রসঙ্গত, এবার থেকে রাতেও ওই এলাকায় থাকবে সার্জেন্ট। ফলে রাতেও হবে ধরপাকড়। এছাড়াও ব্যারিকেড যাতে সহজেই বোঝা যায় তার জন্য ব্যারিকেডের সঙ্গে থাকবে ‘রেড ব্লিঙ্কার’। পাশাপাশি রাস্তায় আরও বেশি সংখ্যায় বসানো হবে আরপিএম । এর মাধ্যমে রাস্তার পরিধি বুঝতে পারবেন চালক ও আরোহীরা।