কলকাতাSaturday, 16 October 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মধ্য কলকাতার রেস্তরাঁয় ভরদুপুরে আগুন, ছড়াল তীব্র আতঙ্ক

mtik
October 16, 2021 5:48 pm
Link Copied!

পুবের কলম ওয়েবডেস্কঃ সবে গতকাল কেটেছে দশমী।এখনও শহর জুড়ে উৎসবের মেজাজ। শনিবার দুপুরে কলকাতার এক নামী রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক।

সেই সময়ে রেস্তরাঁয় যথেষ্ট ভিড় ছিল, মধ্যাহ্ন ভোজন সারছিলেন অনেকেই। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন।হোটেলের গ্রাহক এবং কর্মীদের একেএকে বাইরে বের করে আনা হয়। দমকলের প্রাথমিক ধারণা রান্নাঘর থেকেই আগুন লাগে। তারপর তা ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের জেরে পুড়ে গিয়েছে রেস্তরাঁর বেশ খানিকটা অংশ। গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়েছে। মধ্যকলকাতার এই এলাকা অত্যন্ত জনবহুল। রয়েছে একাধিক রেস্তরাঁ ও হোটেল।

রেস্তরাঁর এক কর্মী সংবাদমাধ্যমকে জানিয়েছেন সেই রান্নার প্রস্তুতি চলছিল তখনই হটাৎ করেই আগুনের ঝলক দেখা যায়।রান্নাঘরে ছিল প্লাস্টিক সহ নানা ধরনের দাহ্য পদার্থ, এছাড়াও ছিল সিলিন্ডার। যেকোন সময়ে ঘটে যেত পারত বড় ধরেনের দুর্ঘটনা। তবে দমকলের তৎপরতায় এড়ানো সম্ভব হয়েছে বড় ধরনের দুর্ঘটনা।

উল্লেখ্য পুজোর মধ্যেই সপ্তমীর দিন সকালবেলা নবান্নে ১৪ তলায় খোদ মুখ্যমন্ত্রীর ঘরের সামনেই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শটসার্কিট থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে দমকলের অনুমান প্রাথমিক অনুমান ছিল। যদিও পুজোর ছুটি চলার ফলে কোনও বড় ধরনের বিপর্যয় ঘটেনি।