সন্ত্রাসী হামলায় পুলওয়ামায় নিহত এক সিআরপিএফ জওয়ান

- আপডেট : ১৭ জুলাই ২০২২, রবিবার
- / 9
পুবের কলম ওয়েবডেস্কঃ সন্ত্রাসী হামলায় রবিবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিহত হলেন এক সিআরপিএফ জওয়ান। সেনাসূত্রে খবর পুলওয়ামা চেকপোস্টে এই হামলা হয়। হামলা প্রতিহত করতে গিয়ে শহীদ হন এএসআই বিনোদ কুমার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওই জওয়ান কে মৃত ঘোষণা করা হয়।
গাঙ্গু চেকপোস্টের কাছে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন আধাসামরিক বাহিনীর ওই জওয়ান। জম্মু-কাশ্মির পুলিশের পক্ষ থেকে এই ঘটনার কথা জানিয়ে বলা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করেন নিরাপত্তারক্ষীরা। শুরু হয় গুলির লড়াই। সন্ত্রাসীরাও পাল্টা জবাব দিতে শুরু করে। এই গুলির লড়াইয়ের মাঝেই আহত হন এএসআই বিনোদ কুমার। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়।গোটা এলাকা ঘিরে রেখেছেন ভারতীয় জওয়ানরা।
উল্লেখ্য ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারির পর ফের পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনা ঘটল। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় অবন্তীপুরার কাছে লেথপোড়ায় সেনা কনভয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী হানায় শহীদ হন ৪০ জন জওয়ান। পুলওয়ামার পাল্টা পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক চালায় ভারত।