BRAKING :
Breaking: হাওড়ার গড়চুমুকে নদীর চরে আটকে গেল পণ্যবাহী জাহাজ, চলছে উদ্ধারে চেষ্টা

বিপাশা চক্রবর্তী
- আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার
- / 5
পুবের কলম, ওয়েবডেস্কঃ হাওড়ার গড়চুমুকে নদীর চরে আটকে গেল পণ্যবাহী জাহাজ। সকাল ১১ টা নাগাদ এই ঘটনা ঘটে। জাহাজটি নদীর চড়ে গিয়ে আটকে পড়ে। জাহাজটির নাম এমএম সিঙ্গাপুর। এই বিলিতি জাহাজটিতে প্রচুর পণ্য রয়েছে। এই জাহাজটি কলকাতার দিকে আসছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে কলকাতা থেকে হলদিয়ামুখী জাহাজ যাচ্ছিল। ওই জাহাজটিকে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়ার গড়চুমুকে নদীর চরে আটকে যায়। উদ্ধারের চেষ্টা চলছে।
- Last Update
- Popular Post