০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খাস কলকাতায় অপহৃত ব্যবসায়ী, মঙ্গল সকালে হোটেল থেকে মিলল দেহ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার
  • / 30

 

পুবের কলম ওয়েবডেস্কঃ খাস কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ করে খুন। গোটা ঘটনায় স্তম্ভিত গোটা মহানগর।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

সোমবার সন্ধ্যাবেলা এক স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ চেয়ে ফোন যায় পরিবারের কাছে। তার কয়েকঘন্টার মধ্যেই এলগিন রোডের একটি হোটেলে মেলে তাঁর দেহ।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

পুলিশ সূত্রে জানা যাচ্ছে রবীন্দ্র সদন লাগোয়া লি রোডে ছেলের সঙ্গেই ছিলেন ওই ব্যবসায়ী। তার তিনি পান কিনতে বের হন। সেই সময় তাঁকে অপহরণ করা হয়। জানা যাচ্ছে মোট পাঁচজন মিলে অপহরণ করে ওই ব্যবসায়ীকে।

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন

হাওড়ার বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ী ছেলের সঙ্গে সঙ্গে দেখা করতে আসেন রবীন্দ্র সদনে। পরিবারের সদস্যরা জানিয়েছেন মুক্তিপণের ফোন আসতেই বিষয়টি নিয়ে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা করেন। ওই ব্যবসায়ীর ফোনের লোকেশন, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন।

সোমবার সারারাত খোঁজ চলে। মঙ্গলবার সকালে খবর আসে, এলগিন রোডের একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ীর দেহ। ( ছবি প্রতীকী)

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

খাস কলকাতায় অপহৃত ব্যবসায়ী, মঙ্গল সকালে হোটেল থেকে মিলল দেহ

আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২২, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ খাস কলকাতায় ব্যবসায়ীকে অপহরণ করে খুন। গোটা ঘটনায় স্তম্ভিত গোটা মহানগর।

আরও পড়ুন: লাইফ এক মাদারি কা খেল বাবুয়া…………..

সোমবার সন্ধ্যাবেলা এক স্বর্ণব্যবসায়ীকে অপহরণ করা হয়। এরপর মুক্তিপণ চেয়ে ফোন যায় পরিবারের কাছে। তার কয়েকঘন্টার মধ্যেই এলগিন রোডের একটি হোটেলে মেলে তাঁর দেহ।

আরও পড়ুন: ৭ রাজ্যের পাশাপাশি কলকাতায় এনআইএ তল্লাশি

পুলিশ সূত্রে জানা যাচ্ছে রবীন্দ্র সদন লাগোয়া লি রোডে ছেলের সঙ্গেই ছিলেন ওই ব্যবসায়ী। তার তিনি পান কিনতে বের হন। সেই সময় তাঁকে অপহরণ করা হয়। জানা যাচ্ছে মোট পাঁচজন মিলে অপহরণ করে ওই ব্যবসায়ীকে।

আরও পড়ুন: কলকাতার আকাশে যিলহজ মাসের চাঁদ, ঈদ-উল-আযহা ৭ জুন

হাওড়ার বাসিন্দা ওই স্বর্ণ ব্যবসায়ী ছেলের সঙ্গে সঙ্গে দেখা করতে আসেন রবীন্দ্র সদনে। পরিবারের সদস্যরা জানিয়েছেন মুক্তিপণের ফোন আসতেই বিষয়টি নিয়ে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্তারা ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা করেন। ওই ব্যবসায়ীর ফোনের লোকেশন, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন।

সোমবার সারারাত খোঁজ চলে। মঙ্গলবার সকালে খবর আসে, এলগিন রোডের একটি হোটেল থেকে উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ীর দেহ। ( ছবি প্রতীকী)