Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

শীর্ষ আদালতে ফের স্থগিত ডিএ মামলার শুনানি

আবুল খায়ের

Published: 15 July, 2024, 06:15 PM
শীর্ষ আদালতে ফের স্থগিত ডিএ মামলার শুনানি

 


 

 

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ শীর্ষ আদালতে ফের স্থগিত হয়ে গেল মহার্ঘ্যভাতা( ডিএ) মামলার শুনানি এর আগে ডিএ মামলা ১১ বার শুনানির জন্য ওঠে সোমবার বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ জানায়, পরে এই বিষয়ে শুনানি হবে শুনানির পরবর্তী দিনও পরে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে

এ দিন আরও সময় চেয়ে আবেদন করেছিল রাজ্য ডিএ অধিকার না অনুদান, তাই নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন বলে সওয়াল করেন রাজ্যের পক্ষে আইনজীবি অভিষেক মনু সিংভির অন্যদিকে, সরকারি কর্মচারীদের পক্ষের আইনজীবী আর্জি করেন, দুর্গাপুজোর আগেই চূড়ান্ত পর্বের শুনানি হোক

রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন গত ২০২২ সালের ২০ মে আদালত কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য রাজ্যের তরফে দাবি করা হয়েছে, হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা ব্যয় করতে হবে রাজ্য সরকারকে এইমুহূর্তে  রাজ্যের পক্ষে ওই আর্থিক বোঝার ভার বহন করা কঠিন

গত ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা এরপর প্রায় দেড় বছর কেটে গিয়েছে তারমধ্যে এই মামলার পূর্ণাঙ্গ শুনানি একবারও হয়নি মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও সরকারি কর্মচারী পরিষদের দাবি, বারবার ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠলেও কোনও শুনানি হয়নি ফলে মামলা একই জায়গায় থমকে রয়েছে, যে কারণে হতাশ রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ

যদিও, মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় বেশ কয়েক দফায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করা হয়েছিল এই দফায় চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে বলে ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য

 

 

 

 

Leave a comment