Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

পিস্তল উঁচিয়ে আমলার মায়ের 'দাদাগিরি', মনোরমা খেদকরকে নোটিশ ধরাল পুনে পুলিশ

Kibria Ansary

Published: 14 July, 2024, 07:29 PM
পিস্তল উঁচিয়ে আমলার মায়ের 'দাদাগিরি', মনোরমা খেদকরকে নোটিশ ধরাল পুনে পুলিশ

মুম্বাই, ১৪ জুলাই: আইএএস পূজা খেদকরের মায়ের পিস্তল নিয়ে দাদাগিরির ঘটনা প্রকাশ্যে আসে। সেই ঘটনায় আমলার মা মনোরমা খেদকরকে লাইসেন্সধারী পিস্তলের অপব্যবহারের জন্য নোটিশ ধরাল পুলিশ। ইতিমধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে পুনে পুলিশ। পুনের পুলিশ কমিশনার অমিতেশ কুমার এই নোটিশ জারি করেছেন। পুলিশ জানিয়েছে, নোটিশ ধরাতে গিয়ে বাড়িতে কাওকে না পাওয়াই তাঁর বাড়িতে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়েছে। ওই নোটিশে মনোরমা খেদকরকে তার পিস্তলের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ১০ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আইএএস পূজা খেদকরের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে তীব্র বির্তকের সৃষ্টি হয়েছে। সেই বির্তক থামতে না থামতেই প্রকাশ্যে আসে আমলার মায়ের 'দাদাগিরি'। গত শুক্রবার সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিয়োতে দেখা যায়, হাতে বন্দুক নিয়ে একদল কৃষককে হুমকি দিচ্ছেন পূজার মা।

সূত্রের খবর, পূজার বাবা দিলীপ খেদকরও একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি করেছেন তিনি। মহারাষ্ট্রের পুনে জেলার মুলশি তালুকের ২৫ একর সহ একাধিক জায়গায় জমি কিনেছেন। স্থানীয়দের অভিযোগ, কৃষকদের জমি জবর দখলের চেষ্টা করেছিলেন দিলীপ। নিজেদের জমিকে রক্ষা করতে রুখে দাঁড়ান কৃষকরা। তারপরই রনংদেহি রুপে নিরাপত্তারক্ষীদের নিয়ে ওই এলাকায় পৌঁছান পূজার মা মনোরমা খেদকর। ঘটনাস্থলে রীতিমত 'দাদাগিরি' দেখান তিনি। স্থানীয় এক ব্যক্তির রেকর্ড করা দু'মিনিটের ভিডিয়োতে দেখা গিয়েছে, মনোরমা খেদকর হাতে পিস্তল নিয়ে কৃষকদের ভয় দেখান। পাশাপাশি তাদের হুমকিও দেন তিনি। স্থানীয় কৃষকদের অভিযোগ, এই ঘটনার পর তারা পুনের পৌড় থানায় ওই মহিলার (পূজার মা) বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। এমনকি অভিযোগ না নিয়েই তাদের ফিরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে, ভুয়ো প্রতিবন্ধী এবং ওবিসি শংসাপত্র জমা দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন আইএএস অফিসার পূজা খেদকর। ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে একাধিক অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠেছে মহিলার আইএএস-এর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র বির্তকের সৃষ্টি হয়।

দেশ - এর থেকে আরোও খবর

Amla's mother 'dadagiri' raising pistol Pune police issued notice to Manorama Khedkar

Leave a comment