Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ইন্দিরা গান্ধির 'জরুরি অবস্থা'কে 'সংবিধান হত্যা দিবস' হিসেবে ঘোষণা কেন্দ্রের

Kibria Ansary

Published: 12 July, 2024, 09:52 PM
ইন্দিরা গান্ধির 'জরুরি অবস্থা'কে 'সংবিধান হত্যা দিবস' হিসেবে ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুলাই: ইন্দিরা গান্ধির শাসনামলে 'জরুরি অবস্থা' জারি নিয়ে বারংবার আক্রমণ শানিয়েছে বিজেপি। এবার ২৫ জুনের দিনটিকে 'সংবিধান হত্যা দিবস' হিসেবে ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি লেখেন, "১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাঁর স্বৈরাচারী মানসিকতার প্রমাণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন। লক্ষাধিক মানুষকে বিনা দোষে জেলে পোড়া হয়েছিল। সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “সংবিধানকে পদদলিত করার দিন হিসাবে এই দিনটিকে স্মরণ করা হবে”।

চলতি বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী সংসদের বাইরে দাঁড়িয়েও জরুরি অবস্থাকে কালো অধ্যায় বলে উল্লেখ করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণেও জরুরি অবস্থার কথা উল্লেখ করে সমালোচনা করেছিলেন। এবার কংগ্রেসকে বিঁধতে 'সংবিধান হত্যা দিবস' ঘোষণা দিল মোদি সরকার। এদিন অমিত শাহ বলেন, “ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ২৫ জুন সংবিধান হত্যা দিবস হিসাবে পালিত হবে। ১৯৭৫ সালে জরুরি অবস্থা চলাকালীন যারা অমানবিক কষ্ট সহ্য করেছিলেন, তাদের অবদানকে স্মরণ করবে।” এদিকে কংগ্রেসের তরফে সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। হাত শিবির বলেছে, সংবাদ শিরোনাম আসার জন্য প্রচেষ্টা করছে।

দেশ - এর থেকে আরোও খবর

Center declared Indira Gandhi's 'Emergency' as 'Constitution Killing Day'

Leave a comment