Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

মুম্বই'য়ে উদ্ধবের সঙ্গে বৈঠক মমতার

ইমামা খাতুন

Published: 12 July, 2024, 08:22 PM
মুম্বই'য়ে উদ্ধবের সঙ্গে বৈঠক মমতার

পুবের কলম,ওয়েবডেস্ক:  উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলার মুখ্যমন্ত্রী।  শুক্রবার বিকেলে মুম্বইয়ের মাতোশ্রীতে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে একান্ত বৈঠক সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দু'পক্ষরই দাবি, এটি সৌজন্য সাক্ষাৎকার ছাড়া কিছু নয়।   
পরে উভয়ই সাংবাদিক সম্মেলন করেন।  সেখানে বঙ্গ কংগ্রেস’কে একচোট আক্রমণ শানান তিনি। বলেন, বঙ্গে সিপিএম-কংগ্রেস-বিজেপি একসঙ্গে কাজ করে। তাই লোকসভা ভোটে তাদের সঙ্গে জোট করেনি। সামনেই  বাজেট অধিবেশন শুরু হচ্ছে। তার আগে উদ্ধব-মমতার এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে ওয়াকিফহাল মহল। এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না। নড়বড়ে সরকার একটা। 
আজ জিও ওয়ার্ল্ডে তারকাখচিত বিয়েবাড়িতে  হাজির হচ্ছেন মমতা। অনন্ত-রাধিকাকে  আশীর্বাদ সেরে শনিবার কলকাতায় ফিরবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে উদ্ধব বলেন, 'পারিবারিক অনুষ্ঠানে এসেছিলেন উনি। এতে রাজনীতি করার কিছু নেই।ভোট মেটার পর সেই ভাবে কথা-সাক্ষাৎ হয়নি। এই জন্য সৌজন্য সাক্ষাৎ।

Leave a comment