Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

'সহিংসতার শুরুর পর তিনবার মণিপুরে গিয়েছি, পরিস্থিতির কোনও উন্নতি হয়নি, ' ফের কেন্দ্রকে বিঁধলেন রাহুল

Kibria Ansary

Published: 11 July, 2024, 07:33 PM
'সহিংসতার শুরুর পর তিনবার মণিপুরে গিয়েছি, পরিস্থিতির কোনও উন্নতি হয়নি, ' ফের কেন্দ্রকে বিঁধলেন রাহুল

নয়াদিল্লি, ১১ জুলাই: কদিন আগেই মণিপুর সফরে গিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। হিংসার আগুনে বিধ্বস্ত রাজ্যে গিয়ে কুকি-মেইতেই দু'সম্প্রদায়ের সঙ্গেই কথা বলেছেন তিনি। মণিপুরের মাটিতে দাঁড়িয়েই বার্তা দিয়েছিলেন, শান্তি ফেরাতে মণিপুরবাসীকে নিয়ে একসঙ্গে কাজ করবেন তিনি। এবার মণিপুর ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারকে ঘিরে ধরতে চাইছেন রাহুল গান্ধি। কেন্দ্রকে চাপে ফেলতে ইতিমধ্যে কৌশল নিয়ে শুরু করেছে বিরোধী জোট 'ইন্ডিয়া'।

মণিপুরে শান্তি ফেরাতে বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, এই মর্মান্তিক ঘটনার অবসান ঘটাতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে কংগ্রেস ও ইন্ডিয়া জোট সংসদে সর্বশক্তি দিয়ে লড়াই করবে। মণিপুরে শান্তি ফেরানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হবে সংসদে।

একইসঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে কংগ্রেস নেতা বলেন, নরেন্দ্র মোদির মণিপুর যাওয়া উচিত। রাজ্যের মানুষের সমস্যার কথা শোনা উচিত দেশের প্রধানমন্ত্রীর। হিংসার আগুনে বিধ্বস্ত রাজ্যে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রীর ভূমিকা নেওয়া উচিত।

সোমবার হিংসা কবলিত রাজ্যে একদিনের সফরে গিয়ে মণিপুরবাসীর সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিয়ো শেয়ার করেছেন কংগ্রেস নেতা। তাঁতে তিনি  লিখেছেন, "সহিংসতা শুরু হওয়ার পর থেকে আমি তিনবার মণিপুরে গিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত পরিস্থিতির কোনও উন্নতি হয়নি - এমনকি আজও রাজ্যটি দুটি অংশে বিভক্ত। ঘরবাড়ি জ্বলছে, নিরীহ মানুষের জীবন বিপন্ন এবং হাজার হাজার পরিবার ত্রাণ শিবিরে বাস করতে বাধ্য হচ্ছে।"

এদিন কংগ্রেস নেতা বলেন, "কংগ্রেস পার্টি এবং বিরোধী জোট সংসদে পূর্ণশক্তি দিয়ে মণিপুরে শান্তি ফেরানোর প্রয়োজনীয়তা উত্থাপন করবে। এই হিংসা শেষ করতে সরকারের উপর চাপ সৃষ্টি করা হবে।"

Leave a comment