Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

পাটনা থেকে গ্রেফতার নিট-ইউজি প্রশ্নফাঁসের কিংপিন

আবুল খায়ের

Published: 11 July, 2024, 06:47 PM
পাটনা থেকে গ্রেফতার নিট-ইউজি প্রশ্নফাঁসের কিংপিন

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কিংপিন রাকেশ রঞ্জনকে ওরফে রকিকে বিহার থেকে গ্রেফতার করল সিবিআই। জানা গিয়েছে, বৃহস্পতিবার পাটনা থেকে রকিকে গ্রেফতার করার পর সিবিআই আদালতে তোলা হলে তাকে দশ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। পাশাপাশি রকির সঙ্গে সম্পর্কিত আরও কয়েকজনের খোঁজে কলকাতা এবং পাটনায় জোর তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় এই তদন্তকারী এজেন্সি। এই তল্লাশি অভিযানের ফলে সিবিআইয়ের হাতে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ নথি।

এদিকে, বৃহস্পতিবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। শুনানি পর্বে তদন্তকারী সংস্থার তরফে শীর্ষ আদালতকে জানানো হয়, ২০২৪-এ নিট-ইউজির প্রশ্ন ফাঁস হয়েছে। তবে তা একেবারেই স্থানীয় স্তরে হয়েছে। সামাজিক মাধ্যমে কোনওভাবেই তা ছডিয়ে পড়েনি। প্রশ্ন ফাঁস সংক্রান্ত মামলার শুনানি আপাতত স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়েছে, আগামী ১৮ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে। সেই সঙ্গে তিন বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, নিট-ইউজির আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং কেন্দ্র হলফনামা দিয়ে যে মতামত জানিয়েছিল, তা এখনও মামলার সঙ্গে জড়িত সব পক্ষ পায়নি। প্রশ্ন বিক্রির অভিযোগে কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা। এই আবহে ২০২৪-এর নিট-ইউজি বাতিলের দাবিতে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়েছে।

Leave a comment