Sun, July 21, 2024

ই-পেপার দেখুন

টিচার্স রুমে শিক্ষিকার সঙ্গে 'রোম্যান্স' শিক্ষকের ... ভাইরাল ভিডিয়ো

ইমামা খাতুন

Published: 11 July, 2024, 04:01 PM
টিচার্স রুমে শিক্ষিকার সঙ্গে 'রোম্যান্স' শিক্ষকের ...  ভাইরাল ভিডিয়ো

পুবের কলম,ওয়েবডেস্ক: টিচার্স রুমে শিক্ষিকার সঙ্গে 'রোম্যান্স' শিক্ষকের ।  ভাইরাল ভিডিয়ো।  রবিবার হঠাৎ সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিয়োটি। অভিভাবকদের নজরে এই ভিডিয়োটি পড়তেই ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের ভাষ্যে, সন্তানদের স্কুলে পাঠানো হয় শিক্ষার জন্য। শিক্ষক-শিক্ষিকাদের বেলেল্লাপনা দেখার জন্য আমাদের বাচ্চাদের স্কুলে পাঠানো হয় না। ওরা এই সব দেখে কি শিখবে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের জউনপুরে।

জানা গেছে, রবিবার অভিভাবকদের ফোনে হঠাৎ  একটি মেসেজ আসে। সেটা ক্লিক করতেই চক্ষু কপালে ওঠে তাদের। ক্লিক করতেই একটা ভিডিয়ো তাদের সামনে খুলে যায়। যাতে দেখা যাচ্ছে, স্কুলের প্রিন্সিপাল নিজের  অফিসে এক মহিলা শিক্ষিকার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। দুজনেরই সম্মতিতেই যে শারীরিক সম্পর্ক হচ্ছে, তা ভিডিয়ো দেখেই বোঝা যাচ্ছে। তবে কে ভিডিয়ো রেকর্ড করেছে, তা জানা যায়নি। 

যদিও এই ভিডিয়ো পুরানো বলে দাবি করেন বেসরকারি স্কুলের ওই শিক্ষক। তিনি জানান, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তাঁকে বদনাম করার  জন্য এই এডিটেড ভিডিয়ো। 

 

 

 

Leave a comment