Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

ডেঙ্গু মস্তিষ্ক সহ স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে, নষ্ট করে দিতে পারে ইমিউন সিস্টেম, মত চিকিৎসকদের

Bipasha Chakraborty

Published: 10 July, 2024, 05:09 PM
ডেঙ্গু মস্তিষ্ক সহ স্নায়ুতন্ত্রে মারাত্মক প্রভাব ফেলতে পারে, নষ্ট করে দিতে পারে ইমিউন সিস্টেম,   মত চিকিৎসকদের

 

নয়াদিল্লি, ১০ জুলাই: বর্ষা আসতেই ডেঙ্গু আতঙ্ক ক্রমশ থাবা বসাচ্ছে। দেশের একাধিক রাজ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এর মধ্যে রয়েছে কর্নাটক, কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, দিল্লি, মহারাষ্ট্র। 
তবে চিকিৎসকদের মতে ডেঙ্গুকে হেলাফেলা করা উচিত নয়। ডেঙ্গুতে জ্বরের উপসর্গ দেখা দেয়। তবে মশা-বাহিত জীবাণুটি স্নায়ুর উপরে গভীর প্রভাব ফেলতে পারে। যার ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে মস্তিষ্কে। 
দিল্লি পুরসভা (এমসিডি) সূত্রে খবর, ৩০ জুন পর্যন্ত ২৪৬টি ডেঙ্গু সংক্রমণের খবর পাওয়া গেছে। ২০২৩ দিল্লিতে ১২২টি ডেঙ্গুর সংক্রমণ, ২০২২ সালে ১৪৩টি কেস, ২০২১ সালে ৩৬টি কেস, ২০২০ সালে ২০টি ডেঙ্গু সংক্রমণের খবর পাওয়া গেছে।
গুরুগ্রামের ফোর্টিস হাসপাতালের নিউরোলজি বিভাগের প্রধান ডা. প্রবীণ গুপ্তা জানিয়েছেন, ডেঙ্গু শরীরে বাসা বাঁধলে জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এই সংক্রমণ স্নায়ুর উপর প্রভাব ফেলে। উপসর্গগুলি এনসেফালাইটিস, মেনিনজাইটিস ও মাইলাইটিস অন্তর্ভুক্ত। প্রথমে এই সংক্রমণ শরীরে দেখা দিলেও প্রথমে বোঝা যায় না। রক্ত মস্তিষ্কে পৌঁছতে বাধা তৈরি করে, সেই সময় এই সংক্রমণ স্পাইনাল কর্ড, মস্তিষ্কে প্রদাহ তৈরি করে। গুরুতর ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মাথাব্যথা, মানসিক অবস্থার পরিবর্তন, খিঁচুনি, এমনকি কোমাও হতে পারে। এই সংক্রমণ সরাসরি আক্রান্তের শরীরে প্রভাব ফেলতে পারে, শরীরের ইউমিন ক্ষমতা নষ্ট করে দিতে পারে। 
বেঙ্গালুরু অ্যাস্টার আরভি হাসপাতালের নিউরোজলি বিভাগের বর্ষীয়ান কনসালটেন্ট ড.  শ্রীকান্ত জানান,  ডেঙ্গু স্নায়ুতন্ত্র সহ মানবদেহের অনেক অংশকে প্রভাবিত করতে পারে। রোগীদের চেতনার মাত্রা পরিবর্তিত হতে পারে, কথা বলতে অসুবিধা হতে পারে,  স্ট্রোক,  খিঁচুনি বা ফিট হতে পারে, কম প্লেটলেট সংখ্যার কারণে মস্তিষ্কে রক্তক্ষরণও হতে পারে।"

Leave a comment