Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

বিবাহ বিচ্ছেদের মামলায় খোরপোশ পাবেন মুসলিম মহিলারাও, রায় দিল সুপ্রিম কোর্ট

Kibria Ansary

Published: 10 July, 2024, 03:14 PM
বিবাহ বিচ্ছেদের মামলায় খোরপোশ পাবেন মুসলিম মহিলারাও, রায় দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ জুলাই: মুসলিম মহিলাদের নিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়েছেন, একজন মুসলিম মহিলা ফৌজদারি আইনে তার স্বামীর কাছ থেকে খোরপোশ চাইতে পারেন। ধর্ম নির্বিশেষে সমস্ত বিবাহিত মহিলাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। বিচারপতি বিভি নাগরত্না এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ এই রায় দিয়েছেন।

মহম্মদ আবদুল সামাদ নামের এক ব্যক্তির আবেদন খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ মন্তব্য করেছেন, "আমরা ফৌজদারি আবেদন খারিজ করে দিচ্ছি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছে যে ১২৫ ধারা কেবল বিবাহিত মহিলাদের জন্য নয়, সমস্ত মহিলাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।" শীর্ষ আদালত আরও বলেছে, "খোরপোশ দাতব্য নয় বরং বিবাহিত মহিলাদের অধিকার। এটি ধর্ম নির্বিশেষে সমস্ত বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য।"

দেশ - এর থেকে আরোও খবর

SC says Muslim women entitled to seek maintenance from spouse under section 125 of CrpC

Leave a comment