Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ত্রিপুরায় ধনী পরিবারের পড়ুয়াদের মধ্যে বাড়ছে এইডসের প্রকোপ

আবুল খায়ের

Published: 09 July, 2024, 07:04 PM
ত্রিপুরায় ধনী পরিবারের পড়ুয়াদের মধ্যে বাড়ছে এইডসের প্রকোপ

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ এতদিন পর্যন্ত মূলত অসংযত যৌন জীবন যাপনের ফলে এইডসে আক্রান্ত হত। পতিতালয়, একাধিক যৌনসঙ্গীর থাকা অসংযমীদের মধ্যে এই রোগের প্রভাব লক্ষ্য করা যেত। তবে সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে সমাজের এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। জানা গেছে ত্রিপুরায় ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এইডস আক্রান্তের সংখ্যা আক্রান্তের বেশিরভাগই ধনী পরিবারের স্কুল কলেজের পড়ুয়া মাদক সেবনের কারণেই তরুণ প্রজন্মের এই শিক্ষার্থীরা এই মারণ রোগে সংক্রামিত হচ্ছে বলেই রিপোর্টে প্রকাশ।  

 

ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির (টিএসএসিএস) রিপোর্ট থেকে জানা গেছে ইতিমধ্যে এই মারণররোগে আক্রান্তের পরিমাণ ৮২৮ যার মধ্যে ৪৭ আক্রান্তের মৃত্যু হয়েছে টিসিএসিএস-এর এক আধিকারিকের বিবৃতি উল্লেখ করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এখনও পর্যন্ত ৮২৮ জন এইচআইভি পজিটিভ পড়ুয়ার নাম নথিবদ্ধ করা হয়েছে এর  মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে ৫৭২ জন জীবিত অবস্থায় রাজ্যেই রয়েছেন বাকিরা উচ্চশিক্ষার জন‌্য রাজ্যের বাইরের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলে গিয়েছেন বলেই খবর পরিসংখ্যানে উল্লিখিত আক্রান্তরা রাজ্যের ২২০টি স্কুল, ২৪টি কলেজ এবং বিশ্ববিদ‌্যালয়ের পড়ুয়া এইচআইভি পজিটিভের এই ভয়াবহ বাড়বাড়ন্তের কারণ হিসাবে মাদক গ্রহণকেই দায়ী করছেন সংশ্লিষ্ট মহল মাদক নেওয়ার সময় একই সিরিঞ্জ একাধিক পড়ুয়া ব্যবহার করছে তার ফলে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ছে এইচআইভি

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন, ওয়েব মিডিয়া ফোরাম এবং টিএসএসিএস এক যৌথ মিডিয়া কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই পরিসংখ্যান তুলে ধরেন টিএসএসিএস-এর যুগ্ম পরিচালক ত্রিপুরায় এইচআইভি সংক্রমণের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন তিনি জানান, প্রকাশিত এই পরিসংখ্যান রাজ্যের মহকুমা এবং ব্লকস্তরের ১৬৪টি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে

 প্রকাশিত এই তথ্য থেকে জানা গেছে বেশিরভাগ আক্রান্ত পড়ুয়ায় ধনী পরিবারের সন্তান তাদের মা বাবা উভয়েই চাকরি করেন যারা সন্তানের চাহিদা পূরণ করতে দ্বিধা করে না সেইসব পরিবারের নবীন প্রজন্মই মাদকাসক্ত হয়ে পড়েছে যতক্ষণে তাদের অভিভাবকরা জানতে পারছে ততক্ষণে অনেক দেরি হয়ে যায় তবে শুধুমাত্র পড়ুয়া নয় সামগ্রিকভাবেই ত্রিপুরার এইডস পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক টিএসএসিএসের এক আধিকারিক জানিয়েছেন,  ২০২৪ সালের মে মাস পর্যন্ত রাজ্যের বিভিন্ন অ‌্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি (এআরটি)  সেন্টারগুলি থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে ৮ হাজার ৭২৯ জন নথিভুক্ত ব্যক্তির মধ্যে ৫,৬৭৪ জন জীবিত আক্রান্ত বর্তমান তার মধ্যে পুরুষ ৪,৫৭০ জন, মহিলা ১,১০৩ জন এবং ১ জন রূপান্তরকামী এই কর্মশালায় উপস্থিত ছিলেন টিএসএসিএসের প্রোজেক্ট ডিরেক্টর ডাঃ সমর্পিতা দত্ত, ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের সম্পাদক অভিষেক দে, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার-সহ অনান্যরা        

Leave a comment