Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মুম্বাইয়ে হিট অ্যান্ড রান: বাইক আরোহীকে পিষে দেওয়ার ঘটনায় গ্রেফতার শিবসেনা নেতা-চালক

Kibria Ansary

Published: 08 July, 2024, 06:56 PM
মুম্বাইয়ে হিট অ্যান্ড রান: বাইক আরোহীকে পিষে দেওয়ার ঘটনায় গ্রেফতার শিবসেনা নেতা-চালক

মুম্বাই, ৮ জুলাই: ফের মুম্বাইয়ে 'হিট অ্যান্ড রান'। বাইকের পেছনে সজোরে ধাক্কা মারে বিএমডব্লিউ গাড়ি। বাইকে থাকা এক মহিলাকে প্রায় ১০০ মিটার পর্যন্ত হেঁচড়ে নিয়ে যায় বিএমডব্লিউ গাড়িটি। মর্মান্তিক মৃত্যু হয় মহিলার। রবিবার সকালে মুম্বাই শহরের ওরলি এলাকায় ঘটনা। জানা গিয়েছে, বাইকে করে যাচ্ছিলেন এক দম্পতি। পেছন থেকে জোরে আঘাত করে দ্রুতগামীর বিএমডব্লিউ গাড়িটি। ঘটনায় স্বামী বেঁচে গেলেও গুরুর আহত হন স্ত্রী। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জোর ধাক্কায় বাইক আরোহী স্বামী-স্ত্রী ছিটকে গাড়িটির বনেটের ওপর গিয়ে পড়েন। প্রাণ বাঁচাতে সেখান থেকে রাস্তায় ঝাঁপ দেন স্বামী। কিন্তু স্ত্রী ঝাপ দিতে পারেননি। গাড়িটি পালিয়ে যাওয়ার লক্ষ্যে ওই মহিলাকে নিয়েই প্রায় ১০০ মিটার পথ হেঁচড়ে নিয়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম কাবেরী নাকভা। তার স্বামীর নাম প্রদীক নাকভা। এই দম্পতি ওরলির কোলিওয়াড়া এলাকায় থাকেন। মাছের ব্যবসা করেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে তারা মাছ কেনার জন্য বাইকে চেপে সাসুন ডকে যান। মাছ কিনে ফেরার পথে পেছন থেকে এসে ধাক্কা মারে গাড়িটি।

পুলিশ জানিয়েছে, বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন মহারাষ্ট্রের শিবসেনা (শিন্ডে শিবির) নেতার ছেলে মিহির শাহ। তিনি মদ্যপ ছিলেন বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে তিনি পালিয়ে যান। তাকে খুঁজছে পুলিশ। তার বাবাকে আটক করেছে পুলিশ। গাড়ির চালককেও আটক করা হয়েছে।

অন্যদিকে, এই ঘটনায় মূল অভিযুক্ত মিহির শাহ পলাতক হলেও তার বাবা মহারাষ্ট্রের পালঘর জেলার শিবসেনা নেতা রাজেশ শাহ এবং গাড়িচালক রাজর্ষি বিদাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, তদন্তে কোনও সহযোগিতা করছেন না তারা। আজ তাদের আদালতে তোলা হয়। রাজেশ শাহকে ১৩ জুলাই পর্যন্ত বিচারিক হেফাজতে এবং চালক বিদাওয়াতকে একদিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

দেশ - এর থেকে আরোও খবর

BMW hit the back of the bike tragic death of the woman

Leave a comment