Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

যোগী রাজ্যে পিটিয়ে খুন, ভিডিয়ো প্রকাশ্যে আনায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে FIR

Kibria Ansary

Published: 08 July, 2024, 01:36 PM
যোগী রাজ্যে পিটিয়ে খুন, ভিডিয়ো প্রকাশ্যে আনায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে FIR

লখনই, ৮ জুলাই: উত্তরপ্রদেশে পিটিয়ে খুন করা হয় সংখ্যালঘু যুবক ফিরোজ কুরেশিকে। খুনের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিল যোগী প্রশাসন। তবে পিটিয়ে খুনের ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আনেন সাংবাদিকরা। সেই ঘটনার জেরে এবার সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল উত্তরপ্রদেশ পুলিশ। সাংবাদিক জাকির আলি ত্যাগী ও ওয়াসিম আকরাম ত্যাগী সহ তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে উত্তরপ্রদেশের শামলি পুলিশ। পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) আইনের ১৯৬ ও ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।

সংখ্যালঘু যুবক ফিরোজ কুরেশিকে পিটিয়ে খুনের ঘটনার ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন ওই সাংবাদিকরা। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, "আগেই জানানো হয়েছিল, ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে মৃত্যুর কারণ নির্যাতন নয়। তা সত্ত্বেও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াতে এই ঘটনাকে ইচ্ছাকৃতভাবে গণপিটুনি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যে কারণে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।" পুলিশ আধিকারিকের আরও বক্তব্য, 'তথাকথিত ওই সাংবাদিকরা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারা যে অভিযোগ করেছে তা অযৌক্তিক। ওই সাংবাদিকরা আসল ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।"

উল্লেখ্য, ইউপির শামলি এলাকার ফিরোজ কুরেশি নামের এক যুবক মদ্যপ অবস্থায় একজনের বাড়িতে ঢুকে পড়েন। সেখানে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে ফিরোজের পরিবারকে খবর দেওয়া হলে তারা এসে ফিরোজকে বাড়িতে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। যদিও পরিবারের অভিযোগ, শামলির জালালাবাদে পিঙ্কি, পঙ্কজ, রাজেন্দ্র-সহ একাধিক ব্যক্তি ফিরোজ কুরেশিকে মারধর করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অচেতন অবস্থায় ফিরোজের মৃত্যু হয়। মৃতের ভাই আফজাল ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিকেল ৫টার দিকে সে বাড়ি থেকে বের হয়েছিল। তারপর একদল উন্মত্ত জনতা তাকে নৃশংসভাবে মারধর করে। এতে গুরুতর জখম হয় দাদা। তার কোনও অপরাধমূলক রেকর্ড ছিল না। কেন তাকে টার্গেট করে হত্যা করা হলো তা আমরা বুঝতে পারছি না।"

মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, "ময়নাতদন্তের রিপোর্টে মৃতের শরীরে কোনও গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলেও জানা যায়নি। গণপিটুনির কোনও ঘটনা ঘটেনি।"

Leave a comment