Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

দুরন্ত গতিতে স্কুটারে ধাক্কা শিবসেনা নেতার ‘মদ্যপ’ ছেলের বিএমডব্লিউ, মৃত্যু মহিলার

ইমামা খাতুন

Published: 07 July, 2024, 08:18 PM
দুরন্ত গতিতে স্কুটারে ধাক্কা শিবসেনা নেতার ‘মদ্যপ’ ছেলের বিএমডব্লিউ, মৃত্যু মহিলার


পুবের কলম,ওয়েবডেস্ক: এখনও পুণের পোর্সে কাণ্ডের ভয়াবহ স্মৃতি ফিকে হয়নি। তারই মধ্যে মুম্বইতে শিন্ডে সেনা নেতার মদ্যপ ছেলের ফুর্তির বলি হলেন এক মহিলা! রবিবার বিলাসবহুল বিএমডাব্লু’র চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৪ বছরের মিহির বর্তমানে পলাতক। তার বাবা শিব সেনা (শিন্ডে) নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে স্কুটারে চেপে মাছ কিনতে বেরিয়েছিলেন দম্পতি। 
বিএমডাব্লু গাড়িটি পালঘরের প্রভাবশালী শিব সেনা নেতা রাজেশ শাহর। দুর্ঘটনার সময় রাজেশের ছেলে মিহির এবং ড্রাইভার ছিলেন গাড়িতে। পুলিশি তদন্তে এমনটাই জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ওরলির কোলিওয়াডা এলাকা থেকে সাসোঁ ডকে বাইকে করে মাছ কিনতে বেরিয়েছিলেন ওই দম্পতি।

মাছ কিনে ফেরার পথে আট্রিয়া মলের কাছে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি বিএমডাব্লু গাড়ি। সজোরে ধাক্কা লাগায় স্বামী-স্ত্রী দুজনেই গাড়ির বনেটের উপর ছিটকে পড়েন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম কাবেরী নাকওয়া। তাঁর স্বামীর নাম প্রদীক নাকওয়া।

 কোনও রকমে মহিলার স্বামী বনেট থেকে নামতে পারলেও গুরুতর আহত হন কাবেরী নাকভা নামের ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীনই মারা যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মৃতের স্বামী। আপাতত তাঁর চিকিৎসা চলছে।
পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে জুহুর একটি পানশালায় মদ্যপান করছিল মিহির। ভোররাতে ফেরার সময় চালককে একটু ঘুরিয়ে আনতে বলেন। ওরলির কাছে এসে তিনি গাড়ি চালাতে চেয়ে বায়না ধরেন। চালক ছেড়ে দেন। মিহির গাড়ি চালানোর কিছু ক্ষণের মধ্যেই ধাক্কা দেন ওই স্কুটারে। তার পর পালিয়ে যান। 
শিন্ডের শিব সেনা নেতার পুত্রের এই কান্ড প্রসঙ্গে  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। একনাথ শিন্ডে বলেন, ‘মুম্বইয়ে যে হিট অ্যান্ড রানের ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যজনক। আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, এবং আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ বাড়তি সুবিধা পাবে না। পুলিশ কাউকে আড়াল করবে না। আমি এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বিভাগের সঙ্গে কথা বলেছি।’ আদিত্য ঠাকরে বলেছেন, ‘যেন এই ঘটনায় কাউকে রাজনৈতিক আশ্রয় দেওয়া না হয়।’

Leave a comment