Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

হাথরসে পদপিষ্ট: মৃতদের পরিবারকে আরও বেশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি রাহুলের

Kibria Ansary

Published: 07 July, 2024, 02:48 PM
হাথরসে পদপিষ্ট: মৃতদের পরিবারকে আরও বেশি ক্ষতিপূরণ দেওয়ার দাবি রাহুলের

নয়াদিল্লি, ৭ জুলাই: হাথরসে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। মৃতদের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ আরও বাড়ানোর দাবি জানালেন তিনি। প্রসঙ্গত, ইতিমধ্যে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছে যোগী সরকার। ক্ষতিপূরণের পরিমাণ আরও বাড়ানোর দাবিতেই যোগীকে চিঠি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।

অন্যদিকে, ইতিমধ্যে নিহত পরিবারের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস সাংসদ। তাঁদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং উচিত বিচার করার আশ্বাসও দিয়েছেন তিনি।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল দেখেছে দেশ। মঙ্গলবার এক ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারান অন্ততপক্ষে ১২১ জন। আহত আরও শতাধিক। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। মঙ্গলবার হাথরাসের রতিভানপুরে সৎসঙ্গে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। এটাহ ও হাথরস জেলার সীমান্তে ওই জায়গায় জমায়েতের জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল। পুজো শেষ হতেই মন্দিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পদপিষ্ট হন বহু পুণ্যার্থী। ভিড় সরিয়ে তড়িঘড়ি পুণ্যার্থীদের উদ্ধার করে এটাহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। ক্রমেই বাড়তে থাকে আহত ও নিহতের সংখ্যা।

এদিকে পদপিষ্টে হতাহতের খবর শুনেই শোকপ্রকাশ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

দেশ - এর থেকে আরোও খবর

Hathras stampede Rahul demands more compensation for the families of the dead

Leave a comment