Sun, October 6, 2024

ই-পেপার দেখুন

ওরা পার্টি অফিস ভাঙছে, আমরা ওদের সরকার ভাঙব: হুঁশিয়ারি দিলেন রাহুল

Kibria Ansary

Published: 06 July, 2024, 08:19 PM
ওরা পার্টি অফিস ভাঙছে, আমরা ওদের সরকার ভাঙব: হুঁশিয়ারি দিলেন রাহুল

আহমেদাবাদ, ৬ জুলাই: রামমন্দিরকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করতে চেয়েছিল বিজেপি। কিন্তু ঘটেছে তার উল্টো। অযোধ্যার আসনে ইন্ডিয়া জোটের কাছে বিপুল পরাজয় হয়েছে পদ্মশিবিরের। এবার অযোধ্যার ধাচেই গুজরাটে বিজেপির পরাজয় ঘটাবে কংগ্রেস, শনিবার এমনটাই হুঁশিয়ারি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শনিবার আহমেদাবাদে দলীয় কর্মী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, "ওরা (বিজেপি) আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে। আমাদের অফিস ভাঙছে। আমি তাদের বলতে চাই, আগামীতে তাদের সরকার ভাঙতে যাচ্ছি। লিখে নিন কংগ্রেস গুজরাটে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং অযোধ্যার মতো গুজরাটেও নরেন্দ্র মোদি এবং বিজেপিকে পরাজিত করবে।"

কংগ্রেস গুজরাট জিতবে। তারপর থেকেই রাজ্যে নতুন উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা। রামমন্দিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "অযোধ্যায় সাধারণ মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে। মানুষের দোকান-ঘর ভেঙে দেওয়া হয়েছে। অথচ তাদের নুন্যতম ক্ষতিপূরণটুকু দেওয়া হয়নি। আন্তর্জাতিক বিমানবন্দরের নামে কৃষকের জমি কেড়ে নেওয়া হয়েছে। অথচ আজও তারা ক্ষতিপূরণ পায়নি। এর কিছুর পর রাম মন্দিরের উদ্বোধনে সেই অযোধ্যার মানুষকেই আমন্ত্রণ জানায়নি এরা। এর জেরেই সেখানকার মানুষ বিজেপিকে হারিয়েছে।”

একইসঙ্গে রাহুল বলেন, ”অযোধ্যার সাংসদ আমায় আরও জানিয়েছিলেন, নরেন্দ্র মোদি প্রথমে বারাণসীতে নয় অযোধ্যাতে নির্বাচন লড়তে চেয়েছিলেন তবে ৩ দফায় বিজেপি সার্ভে করে দেখে যে এখানে লড়লে নিশ্চিতভাবে ভোটে হারবেন মোদি। ওনার রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। তাই বাধ্য হয়ে বারাণসীতে ফেরেন উনি। সেখানে কোনওমতে প্রাণ রক্ষা পেয়েছেন।”

দেশ - এর থেকে আরোও খবর

I will defeat BJP in Gujarat like Ayodhya Rahul's challenge standing in Ahmedabad

Leave a comment