Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

দুই দশক আগের মামলায় দোষী মেধা, ৫ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা

আবুল খায়ের

Published: 01 July, 2024, 09:12 PM
দুই দশক আগের মামলায় দোষী মেধা, ৫ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দুদশক আগের মানহানির মামলায় সমাজকর্মী মেধা পাটেকরকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষোণা করল আদালত সোমবার দিল্লির এক নিম্ন আদালত এই মামলায় নর্মদা বাঁচাও আন্দোলনের এই নেত্রীকে ৫ মাসের কারাদণ্ডের সাজা ঘোষনা করে বর্তমানে দিল্লির লেফ্টন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বিগত ২৩ বছর আগে মেধার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন

ঘটনার সূত্রপাত ২০০০ সালে সেই সময় ভিকে সাক্সেনাকে কাপুরুষবলেছিলেন মেধা পাটেকর এছাড়াও সাক্সেনার বিরুদ্ধে মেধার অভিযোগ ছিল, হাওলা লেনদেনে যোগ রয়েছে তাঁর এই মামলায় যাবতীয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা মেধা পাটেকরের বিরুদ্ধে ওঠা এই মানহানি মামলার সাজা শোনান যদিও আদালত এক মাসের জন্য সাজা স্থগিত রেখেছে, যাতে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করতে পারেন মেধা

উল্লেখ্য, মেধা পাটেকর ও ভিকে সাক্সেনার মধ্যে চলা এই আইনি লড়াইয়ে দুই পক্ষের সওয়াল জবাব শেষ হয়েছে চলতি বছরের গত ৩০ মে তবে তার সাজা ঘোষণা হল ১ জুলাই

Leave a comment