Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

এই নিয়ে টানা তিনবার, বিহারের পর এবার মণিপুরেও ভেঙে পড়ল সদ্য নির্মিত সেতু

Kibria Ansary

Published: 01 July, 2024, 04:44 PM
এই নিয়ে টানা তিনবার, বিহারের পর এবার মণিপুরেও ভেঙে পড়ল সদ্য নির্মিত সেতু

ইম্ফল, ১ জুলাই: বিহারের পর মণিপুরে ভেঙে পড়ল সেতু। সদ্য নির্মিত হয়েছিল সেতুটি। দু্র্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। জানা গিয়েছে সেতুটি একটানা বৃষ্টির কারণে জলস্তরের অনেকটাই কাছে পৌঁছে যায়। সেই কারণেই ভেঙে পড়ে সেতুটি। দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। আহতদের ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মণিপুরের ইম্ফল পশ্চিমের ওয়াঙ্গোই থানা এলাকার ঘটনা।

সূত্রের খবর, সেতুটি তৈরি করা হয়েছিল ইম্ফল নদীর উপর। রবিবার ভোর ছটা নাগাদ সেতুর উপর দিয়ে ইম্ফল নদী পার করছিল একটি ট্রাক। ওই ট্রাকে আরও চারজন ছিলেন। ট্রকটি সেতুর উপর উঠতেই সেটা আচমকা ভেঙে পড়ে। ট্রাকটি সোজা গিয়ে পড়ে নদীতে। সেই সময় ট্রাক থেকে লাফিয়ে জলে পড়েন তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। বেশকিছুক্ষণের চেষ্টায় ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করা হয়।

অভিযোগ, এর আগে একই সেতু দু দুবার ভেঙে গিয়েছিল। এই নিয়ে তিনবার ভাঙল একই সেতু। কেন বার বার ওই সেতুটি ভেঙে পড়ছে, এর পিছনের কোনও গলদ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মণিপুরের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংহ বলেন, 'প্রকৃত কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যদি এই ঘটনায় কারও দোষ খুঁজে পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। খুব শীঘ্রই সেতুটির পুনর্নিমাণ শুরু হবে।’

Leave a comment