Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

দিল্লিতে রেকর্ড বৃষ্টিতে মৃত্যু ১১ জনের,আগামী চার দিন ভারী বর্ষণের সতর্কতা

ইমামা খাতুন

Published: 30 June, 2024, 04:49 PM
দিল্লিতে রেকর্ড বৃষ্টিতে মৃত্যু ১১ জনের,আগামী চার দিন ভারী বর্ষণের সতর্কতা

  পুবের কলম,ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টিতে দিল্লির বহু নিচু এলাকা ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর দিল্লিতে রবিবার ও সোমবার ভারি বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়ে অরেঞ্জ সতর্কতা জারি করেছে। শুক্রবার দিল্লিতে ২২৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ১৯৩৬ সালের পর এটিই জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। এই বৃষ্টির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দিল্লিবাসীকে আবারও ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
শুক্রবার থেকে সারা দিন দিল্লিতে প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে রাস্তাঘাটে জল জমে যায় সে দিন রাত থেকেই। ওখলা আন্ডারপাসের নীচেও শেষ ২৪ ঘণ্টা ধরে কয়েক ফুট উচ্চতার জল জমে ছিল বলে অভিযোগ। রাজধানীর বহু এলাকা এখনও জলমগ্ন। ফলে আরও ভারী বৃষ্টির পূর্বাভাসে ত্রস্ত দিল্লিবাসী। বৃষ্টি বিপর্যস্ত রাজধানীতে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। তাঁদের মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে বৃষ্টির জমা জলে ডুবে। মৃতদের মধ্যে কয়েক জন শিশুও রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

Leave a comment