Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

দ্বিতীয়বার কুড়ি কুড়ির বিশ্বজয়ী ভারত চিরতরের জন্য চোকার্স হলো দক্ষিণ আফ্রিকা

আবুল খায়ের

Published: 30 June, 2024, 01:18 AM
দ্বিতীয়বার কুড়ি কুড়ির বিশ্বজয়ী ভারত চিরতরের জন্য চোকার্স হলো দক্ষিণ আফ্রিকা

পুবের কলম, ওয়েব ডেস্কঃ যদিও বা চোকার্স তকমা মুছিয়ে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা কিন্তু বিশ্বকাপ ফাইনাল হেরে পাকাপাকিভাবে চোকার্স তকমাটা নিজেদের নামের পাশে চিরতরের জন্য বসিয়ে দিল প্রোটিয়ারা। আর রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ঘরে তুলল ভারত। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এক আসনে বসে পড়ল টিম ইন্ডিয়া। সৌজন্যে বিরাট কোহলি নামক এক কিংবদন্তির ব্যাটিং, অর্শদীপ, বুমরাহর মতো বোলারের দাপট এবং অবশ্যই সমস্ত গ্লানি সমালোচনা থেকে ফিরে আসা হার্দিক পান্ডিয়া নামক এক আহত যোদ্ধার মরিয়া সংগ্রাম। 
গোটা বিশ্বকাপে তার ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তাকে এক নম্বর থেকে তিন নম্বরে নামিয়ে দেওয়া হোক। যারা কোনওদিন ক্রিকেট ব্যাট হাতে ধরেননি তারাও এমন জ্ঞান দিয়ে গেছেন। কিন্তু তার ক্যাপ্টেন রোহিত শর্মা মনপ্রাণ দিয়ে চেয়েছিলেন সতীর্থ বিরাট কোহলি যেন তার সঙ্গেই ওপেন করেন। ফাইনালে ক্যাপ্টেন ব্যর্থ, কিন্তু বিরাট খেলে গেলেন রাজার মতন। শুরুতে দুটো উইকেট পড়ে যাবার পর আগ্রাসী হতে হতেও দায়িত্বশীল হয়ে গেলেন কিং কোহলি। কিন্তু অক্ষর? তিনি যেন তার মার মুখে প্রতিভার মধ্যে দিয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিরুদ্ধে ছক্কার শব্দবন্ধ দিয়ে মুখ বন্ধ করে দিলেন। ৩১ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস টা খেলে তিনি যখন ফিরছেন, তখন পরিবারের দায়িত্বশীল পিতার মত সংসার সামলাচ্ছেন বিরাট কোহলি। হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরেই হাত খুলে মারতে শুরু করলেন। শেষপর্যন্ত ৭৬ রানে তিনি যখন আউট হলেন, তখন ভারত অনেকটাই সুবিধাজনক জায়গায়। শিবম দুবেকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। ফাইনালে তিনিও জবাব দিলেন সব কিছুর। ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলল। 
দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমেই অর্শদীপ সিং নামক তরুণ ভারতীয় পেসারের সামনে কিছুটা অসহায় বোধ করতে লাগলো। সঙ্গে আবার বুমরার ইন সুইং। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে দক্ষিণ আফ্রিকা যখন ধীরে ধীরে ম্যাচে ফিরছে, তখন সেই গতি স্তব্ধ করার জন্য আগমন সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। মোক্ষম সময় তার নেওয়া মোক্ষম উইকেটগুলি ভারতকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করলো। আর বাউন্ডারি লাইনের ধারে সূর্য কুমার যাদবের অবিশ্বাস্য ক্যাচ জানান দিল বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার পকেটে যাচ্ছে না, আসছে ভারতেরই দখলে। আর হলোও তাই। প্রটিয়াদের সব উইকেট না পড়লেও আট উইকেটে দক্ষিণ আফ্রিকা থেমে গেল ১৬৯ রানে । সাত রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ফিরছেন রোহিতরা। এই বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে রোহিত শর্মাও বিশ্বকাপের ইতিহাসে বেশ কয়েকটি রেকর্ড করলেন। মহেন্দ্র সিং ধোনির পর তিনি দ্বিতীয় ভারত অধিনায়ক, যার অধিনায়ক করতে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল। বিশ্বকাপ তো বটেই, ক্যাপ্টেন হিসেবে প্রথম কোনও আইসিসি ট্রফি জিতলেন রোহিত। সঙ্গে একমাত্র ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ৫০ টি-টোয়েন্টি ম্যাচ জেতার নজির গড়লেন হিটম্যান।

Leave a comment