চেন্নাই, ২৯ জুন: তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণের মৃত্যুর হল ৪ শ্রমিকের। আহত হয়েছেন আরও ১ জন শ্রমিক। শনিবার সকালে আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গোটা কারখানায় আগুন ধরে যায়। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধুনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় কারখানার মধ্যে ছিলেন কয়েক জন শ্রমিক। আগুনে ঝলসে মৃত্যু হয় শ্রমিকদের। তবে কয়েকজন শ্রমিক প্রাণ বাঁচিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ। আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।