Mon, July 1, 2024

ই-পেপার দেখুন

ফাঁদ পেতে ৫ জনকে বিয়ে এইচআইভি আক্রান্ত তরুণীর, জড়িত মা, গ্রেফতার আরও ৬

Bipasha Chakraborty

Published: 27 June, 2024, 04:56 PM
ফাঁদ পেতে ৫ জনকে বিয়ে এইচআইভি আক্রান্ত তরুণীর, জড়িত মা, গ্রেফতার আরও ৬

 

লখনউ, ২৭ জুন:  ২০ বছরের মেয়ের কুকীর্তিতে হতবাক পুলিশ। বিয়ের ফাঁদে পুরুষদের ফেলে প্রতারণা চক্র চালাতো এই তরুণী। এমনকি মেয়ের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে তার মা। শুধু তাই নয়, তরুণী নিজে একজন এইচআইভি পজিটিভ হওয়া সত্ত্বেও 'পাতানো স্বামী'দের সঙ্গে সহবাসে লিপ্ত হয়। জানা গেছে, ইতিমধ্যেই ওই তরুণী পাঁচটি বিবাহ সেরে ফেলেছে। তাদের মধ্যে তিনজন স্বামীর খোঁজ পেয়েছে পুলিশ। দুঃখের বিষয়, ওই তিনজন যুবকের শরীরেও এইচআইভি জীবাণু পাওয়া গেছে। ওই তরুণী তার মা ও তার আত্মীয়দের নিয়ে এই প্রতারণা গ্যাং পরিচালনা করত। উত্তরপ্রদেশ পুলিশ তরুণী সহ আরও ৬ জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর কাজ ছিল বিয়ে করে 'পাতানো শ্বশুরবাড়ি' থেকে মোটা অংকের টাকা সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেওয়া। ফের নতুন কাউকে জালে ফাঁসানোর জন্য খুঁজে বের করত সে। মূলত উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ওই তরুণী তার এই প্রতারণা চক্র চালাত। মেডিক্যাল পরীক্ষার পর ওই তরুণীর দেহে এইচআইভি পজিটিভ ধরা পড়ে।
বিষয়টি স্বাস্থ্যবিভাগকে জানানো হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে অভিযানে নামে স্বাস্থ্যবিভাগ। তল্লাশি চালিয়ে উদম সিং নগর থেকে তিনজন যুবকের হদিশ পাওয়া যায়। পরীক্ষার পর জানা গেছে, তিনজনই এইচআইভি আক্রান্ত। তাদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।  
ইউপির মুজাফফরনগর জেলের সুপার সীতারাম শর্মা জানিয়েছেন, অ্যান্টি-রেট্রোভাইরাল সেন্টার থেকে জানা যায় তরুণী এইচআইভি পজিটিভ জীবাণু বহন করছে। তারপরেই ওই তরুণী যাদের বিয়ের জালে ফাঁসিয়েছিল, পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করে। তিনজনকে পেলেও দুজনকে এখনও পাওয়া যায়নি। তরুণীর বয়ান অনুযায়ী, সে পাঁচজনকে বিয়ে করেছে, তার মধ্যে তিনজন উত্তরাখণ্ডের।

Leave a comment