মুম্বাই, ২৩ জুন: লোকসভা নির্বাচনে বিজেপির হতাশাজনক ফলাফলের পর এবার দল ছাড়ার ঘোষণা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সূর্যকান্ত পাতিল। শনিবার দলের প্রাথমিকসহ সব পদ ছাড়া ঘোষণা দিয়েছেন তিনি। সূর্যকান্ত পাতিল বলেন, 'গত ১০ বছরে অনেক কিছু শিখেছি। দলের কাছে আমি কৃতজ্ঞ।' সূর্যকান্ত পাতিল চারবারের সাংসদ সদস্য। এ ছাড়া তিনি একবার বিধায়ক হিসেবে হিঙ্গোলি-নান্দেদ কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের সময় গ্রামীণ উন্নয়ন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।
সূর্যকান্ত পাতিল ২০১৪ সালে শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবারের লোকসভা নির্বাচনে তিনি মহারষ্ট্রের মারাঠওয়াড়ার হিঙ্গোলি কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হন। এ নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির গ্যাঁড়াকলে হিঙ্গোলি আসনটি একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনাকে দেওয়া হয়েছিল। নির্বাচনের সময় সূর্যকান্তকে হদগাঁও হিমায়তনগর বিধানসভা কেন্দ্রের নির্বাচন প্রধানের দায়িত্ব দিয়েছিল। যদিও শিবসেনা হিঙ্গোলি আসনটি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন দলের কাছে হেরেছে।