Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

'বিজেপি যাবে, কংগ্রেস আসবে', হরিয়ানায় বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েই সরব ভূপিন্দর সিং হুডা

Bipasha Chakraborty

Published: 11 September, 2024, 04:21 PM
'বিজেপি যাবে, কংগ্রেস আসবে', হরিয়ানায় বিধানসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েই সরব ভূপিন্দর সিং হুডা

চণ্ডীগড়, ১১ সেপ্টেম্বর: চার রাজ্যে বিধানসভা নির্বাচন। তার মধ্যে রয়েছে হরিয়ানা। বুধবার মনোনয়ন জমা দিতে গিয়ে বিজেপিকে নিশানা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, কংগ্রেস প্রার্থী ভূপিন্দর সিং হুডা। এদিন গড়ি সাম্পলা-কিলোই বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেন হুডা, আর সেখান থেকেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হন তিনি। হুডা বলেন, বিজেপি যাবে আর কংগ্রেস আসবে। সেইসঙ্গে হুডা দাবি করেন, রাজ্যের মানুষ চাইছে কংগ্রেস সরকার গঠন করুক। সেইভাবেই রাজ্যবাসী তাদের মন তৈরি করে নিয়েছে।


এদিন মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে বাড়ি থেকে হাভন করে বের হন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। পাশাপাশি হুডা পুত্র রোহতকের কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা বলেন, ভূপিন্দর সিং হুডার নেতৃত্বে তাদের সরকার গঠন হবে। হরিয়ানার মানুষ এবার কংগ্রেসের পাশে থাকার মন তৈরি করে নিয়েছে। দীপেন্দর বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে অরাজকতা চলছে। বেড়েছে বেকারত্ব থেকে অপরাধের সংখ্যা। হরিয়ানার মানুষ চাইছে বিজেপির এই অপশাসনের অবসান ঘটিয়ে কংগ্রেসকে আনতে।
ভূপিন্দর সিং হুডার নমিনেশন জমা দেওয়ার একদিন আগে ঘারুউন্ডা বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টারের উপস্থিতিতে মনোনয়ন জমা দেন বিজেপি প্রার্থী হরবিন্দর কল্যাণ।
১২ সেপ্টেম্বর নমিনেশন জমা দেওয়ার শেষ দিন। খাট্টারের দাবি, আরও ৯০টি মনোনয়ন জমা পড়বে। হরিয়ানায় বিজেপি তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে।
উল্লেখ্য, লোকসভা ভোটে হরিয়ানায় ভালো ফল করতে পারেনি বিজেপি। প্রায় ৫০ শতাংশ আসন হারিয়ে বিজেপি কার্যত কোণঠাসা। তাই রাজ্যের মানুষের মন পেতে প্রকল্পের বন্যা বইয়ে দেন তারা। ফলে বিজেপির এই অবস্থা কংগ্রেসের কাছে অবশ্যই বাড়তি অক্সিজেন যোগাচ্ছে।
পাশাপাশি ভূপিন্দর সিং হুডা একসময়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১৪ সাল তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ সামলান। ফের পুরনো ক্ষমতা ফিরে পেতে মরিয়া ভূপিন্দর। আর বিজেপির এই নড়বড়ে অবস্থা এক্ষেত্রে কংগ্রেস সহ এই বর্ষীয়ান রাজনীতিবিদ হুডার কাছে একটি বড় চ্যালেঞ্জ।


Leave a comment