Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

মণিপুরে শান্তি ফেরাতে সর্বোচ্চ ক্ষমতা চাইলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে স্মারকলিপি বীরেন সিংয়ের

Kibria Ansary

Published: 09 September, 2024, 04:46 PM
মণিপুরে শান্তি ফেরাতে সর্বোচ্চ ক্ষমতা চাইলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে স্মারকলিপি বীরেন সিংয়ের

ইম্ফল, ৯ সেপ্টম্বরঃ অশান্ত মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি মোকাবিলা করতে এবার বড় দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা তুলে দেওয়ার কথা বললেন তিনি। রবিবার মণিপুরের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কাছে স্মারকলিপি জমা দিয়ে রাজ্য সরকারের যাবতীয় ক্ষমতা-নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার দাবি জানান বীরেন সিং। পাশাপাশি রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী বলেছেন, মণিপুরে শান্তি ফেরাতে রাজ্যপাল যেন কেন্দ্রের উপরে চাপ তৈরি করেন।

প্রসঙ্গত, রবিবারই জিরিবামে কুকি ও মেতেইদের মধ্যে গুলির লড়াইয়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। আজ সিআরপিএফ ক্যাম্পেও ড্রোন দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। রাজ্যপাল দেওয়া জমা দেওয়া স্মারকলিপিতে কুকি দুষ্কৃতীদের সঙ্গে যাবতীয় অপারেশন বন্ধ করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি মণিপুরে এনআরসি-র দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

Leave a comment