Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

আমিষ খাইয়ে মুসলিম করে দেওয়ার প্রচেষ্টা... নার্সারির পড়ুয়াকে সাসপেন্ড করলেন উত্তরপ্রদেশের স্কুলের প্রিন্সিপাল

ইমামা খাতুন

Published: 06 September, 2024, 04:25 PM
আমিষ খাইয়ে মুসলিম করে দেওয়ার প্রচেষ্টা... নার্সারির পড়ুয়াকে সাসপেন্ড করলেন উত্তরপ্রদেশের স্কুলের প্রিন্সিপাল

পুবের কলম,ওয়েবডেস্ক: স্কুলে আমিষ খাবার নিয়ে যাওয়ার জের। পড়ুয়া'কে সাসপেন্ড প্রিন্সিপালের। অকুস্থল সেই উত্তরপ্রদেশ। সাফাই গেয়ে ওই প্রিন্সিপাল জানিয়েছেন, স্কুলে আমিষ খাওয়ার মতো কুশিক্ষা তারা ছড়াতে চান না। শুধু তাই নয়, ঘটনার বিরোধীতা করলে, পড়ুয়ার মায়ের বিরুদ্ধে ধর্মান্তকরণের মিথ্যে অভিযোগ আনে ওই প্রিন্সিপাল। ভাইরাল ভিডিয়ো। 

ভাইরাল ভিডিয়ো সূত্রে খবর, রাজ্যের আমরোহার একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। যেখানে ৭ বছরের একটি বাচ্চা টিফিনে আমিষ খাওয়ার নিয়ে গিয়েছিল।  সেই বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গেই নার্সারির ওই পড়ুয়াকে স্কুল থেকে বরখাস্ত করে দেওয়া হয়। তাঁর দাবি, ওই পড়ুয়াকে নিয়ে অন্য অভিভাবকদের সমস্যা রয়েছে। সেই জন্যই স্কুলের রেজিস্টার থেকে পড়ুয়ার নাম কেটে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বেসরকারি স্কুলের  প্রিন্সিপালের এহেন সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ পড়ুয়ার পরিবার। খবর পেয়েই প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে যান ওই পড়ুয়ার মা। সেখানে আমিষ খাইয়ে মুসলিম করে দেওয়ার অভিযোগ আনে ওই প্রিন্সিপাল। যা নেট মাধ্যমে ভাইরাল। 



Leave a comment