পুবের কলম, ওয়েবডেস্ক: দুই দিনের ব্রুনেই সফরে প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। তাঁকে রাজকীয় সম্মানে অভ্যর্থনা
জানালেন সেদেশের সুলতান হাসান আল বলকিয়া। বোলকিয়ার বাসভবনে এদিন ছিল
নরেন্দ্র মোদির মধ্যাহ্নভোজের রাজকীয় সমারোহ। ব্রুনেইর সুলতানের বাসভবন ইস্তানা
নুরুল ইমান। সেখানে আমন্ত্রিত ছিলেন নরেন্দ্র মোদী। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশের
সঙ্গে ভারতের ৪০ বছরের কূটনৈতিক সম্পর্কের ভিত আরও মজবুত করে মোদির এই ব্রুনেই সফর।
মোদির মধ্যাহ্নভোজে এলাহি আয়োজন। কি নেই সেখানে। মেনুতে ছিল প্রধানমন্ত্রীর
পছন্দের আম কেশরের পেড়া, মতিচুরের লাড্ডু, চানা মশলা, কোফতা, জিরা রাইস, গ্রিলড গলদা চিংড়ি, তাসমানিয়ান স্যামন, চিংড়ির স্ক্যালপ, নারকেল বারলি রিসটো। এছাড়াও
ছিল সুরতি ঘাড়ি পিস্তাশিও।
৫৫ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল, ভয়ংকর অভিজ্ঞা শোনালেন জেলমুক্ত বন্দিরা
দুই দশক আগের মামলায় দোষী মেধা, ৫ মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা
উত্তরপ্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছয় কোটির জলের ট্যাঙ্ক, দু'জনের মৃত্যু
ব্রুনেইতে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে প্রকাশ মোদির
সেই মেনু তালিকা প্রকাশ করা হয়েছে।