Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বিহারে ধর্মীয় অনুষ্ঠানে মিউজিক শো চলাকালীন দুর্ঘটনা, টিনের ছাদ ভেঙে আহত শতাধিকের বেশি

Bipasha Chakraborty

Published: 04 September, 2024, 03:50 PM
বিহারে ধর্মীয় অনুষ্ঠানে মিউজিক শো চলাকালীন দুর্ঘটনা, টিনের ছাদ ভেঙে আহত শতাধিকের বেশি

পটনা, ৪ সেপ্টেম্বর: বিহারে মিউজিক শো চলাকালীন দুর্ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল টিনের ছাদ। আহত শতাধিকের বেশি। আশঙ্কাজনক ১০। রাজ্যের ছাপরার সিউয়াপারে জেলায় মহাবীর মেলা উপলক্ষ্যে এই মিউজিক কনসার্টের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ঘটনার দিন মিউজিক শো দেখতে হাজারের বেশি মানুষ স্টেজের পাশে জড়ো হয়েছিল। ভিড় হয় রাস্তাতেও। স্টেজের পাশে একটি টিনের ছাদের উপরেও বহু মানুষ দাঁড়িয়ে ওই অনুষ্ঠানটি উপভোগ করছিল। ছাদের উপর উঠে অনেককে লাফালাফি থেকে শুরু করে মিউজিকের তালে তালে নাচতে দেখা যায়। বহু মানুষ বাড়ির ব্যালকনি থেকে শুরু করে গাছের উপর উঠেও অনুষ্ঠানের আনন্দ নিচ্ছিল।

প্রথমে ঠিক ঠাক চললেও ক্রমশ ভিড় বাড়তে থাকে। যখন অর্কেস্ট্রার অনুষ্ঠান চলছিল, ঠিক তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে টিনের ছাদটি। ছাদে দাঁড়িয়ে থাকা লোকজন উপর থেকে পড়ে নীচে দাঁড়ানো থাকা দর্শকদের ঘাড়ের উপরে। প্রায় একশোর বেশি মানুষ আহত হয়েছে বলে খবর। আচমকা টিনের ছাদ ভেঙে পড়তেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠেলাঠলিতে ভিড়ের কারণে পদদলিতের অবস্থা তৈরি হয়। দুটি থানাতে খবর দেওয়া হয়। তড়িঘড়ি পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক সময় প্রশাসন তৎপর হওয়ায় বিহারে বড়সড় ঘটনা এড়ানো সম্ভব হল।  

উল্লেখ্য, চলতি বছরের ২ জুলাই উত্তরপ্রদেশের হাথরসে স্বঘোষিত ধর্মগুরুর অনুষ্ঠান চলাকালীন প্রচণ্ড ভিড়ের চাপে পদদলিত হয় মৃত্যু হয় ১২১ জনের।

Leave a comment