Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

আহত নাবিককে উদ্ধারে গিয়ে আরব সাগরে আছড়ে পড়ল কপ্টার, নিখোঁজ উপকূলরক্ষী বাহিনীর ৩ কর্মী

Bipasha Chakraborty

Published: 03 September, 2024, 01:42 PM
আহত নাবিককে উদ্ধারে গিয়ে আরব সাগরে আছড়ে পড়ল কপ্টার, নিখোঁজ উপকূলরক্ষী বাহিনীর ৩ কর্মী

পুবের কলম, ওয়েবডেস্ক: আরব সাগরে ভয়াবহ দুর্ঘটনা আহত নাবিককে উদ্ধার করতে গিয়ে আছড়ে পড়ল কপ্টার গুজরাত পোরবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে জানা গেছে, একটি মালবাহী জাহাজের এক নাবিক অসুস্থ হয়ে পড়েছিলেন আহত ওই নাবিককে উদ্ধারে করতে গিয়েছিল কপ্টারটি জরুরি অবতরণের সময় কপ্টারটি আরব সাগরে আছড়ে পড়ে আরব সাগর থেকে নিখোঁজ হয়ে যান ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ওই ৩ সদস্য সোমবার রাত ১১টা নাগাদ আরব সাগরে দুর্ঘটনার খবরটি  সামনে আসে ৩ সদস্যের খোঁজে তল্লাশি শুরু হলেও, কোনও খবর মেলেনি এখনও পর্যন্ত তাঁদের জলে ডুবে মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে

সোমবার রাতে পোরবন্দরের কাছে আরব সাগরে উদ্ধার অভিযানে গিয়েছিল কোস্টগার্ডের এএলএইচ  বা অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার একটি তেলের ট্যাঙ্কারের অসুস্থ নাবিককে উদ্ধার করার কথা ছিল ওই কপ্টারে ছিল উপকূলরক্ষী বাহিনীর ৪ জন রাত ১১টা নাগাদ জরুরি অবতরণের সময় সমুদ্রে আছড়ে পড়ে কপ্টারটি এর পর থেকেই তিন কোস্টগার্ড নিখোঁজ একজন কোনও মতে বেঁচে যান এর পর রাতেই উদ্ধার অভিযান শুরু করে ভারতীয় উপকূলরক্ষা বাহিনী

এক্স হ্যান্ডেলে কোস্টগার্ড বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিখোঁজ সদস্যদের খোঁজে চারটি জাহাজ এবং ২টি কপ্টার কাজ করছে পোরবন্দর থেকে ৪৫ কিলোমিটার দূরত্বে সমুদ্র সোমবার রাত ১১টা নাগাদ দুর্ঘটনা ঘটে যদিও রাতভর অভিযান চালিয়েও এখনও পর্যন্ত ৩ নাবিকের খোঁজ মেলেনি

অপর এক সিনিয়র আইসিজি কর্মকর্তা বলেছেন, ঘটনার সময় হেলিকপ্টারটিতে দুই পাইলট এবং দুজন এয়ারক্রু ডুবুরি ছিলেন তাকে চিকিৎসার জন্য নিতে এসেছিল কপ্টারটি পাইলট ও এয়ারক্রু চালকরা এই ধরনের জরুরি পরিস্থিতিতে মোকাবিলার জন্য প্রশিক্ষিত থাকেন তার পরেও কিভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে

Leave a comment