Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

ভয়াবহ বন্যায় অন্ধ্র-তেলেঙ্গানায় ২৭ জনের মৃত্যু, পাশে থাকার বার্তা মোদির

Kibria Ansary

Published: 02 September, 2024, 04:55 PM
ভয়াবহ বন্যায় অন্ধ্র-তেলেঙ্গানায় ২৭ জনের মৃত্যু, পাশে থাকার বার্তা মোদির

পুবের কলম, ওয়েবডেস্কঃ প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় বহু এলাকা জলমগ্ন। ব্যাহত সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা গত দুদিনে মৃত্যু হয়েছে ২৭ জনের। প্রবল বর্ষণে দুই রাজ্যের সব নদীতে জলস্তর বেড়েছে। তার জেরে প্লাবিত বহু এলাকা। অন্ধ্রপ্রদেশে কমপক্ষে ১২ ও তেলেঙ্গানায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে।

প্লাবিত এলাকাগুলি থেকে দুর্গত মানুষদের সরিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার পরিস্থিতি নিয়ে রবিবার দুই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিস্থিতি সামলাতে তাঁদের কেন্দ্রের তরফ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী

অন্যদিকে, তেলঙ্গনার আদিলাবাদ, নিজামাবাদ, ইয়াদাদরি ভুবনগিরি, ভিকারাবাদ, সঙ্গারেড্ডি, কামারেড্ডি-সহ অনেক এলাকায় সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হায়দরাবাদ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় আজ সেখানকার সব স্কুলে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। 

Leave a comment