Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

অসমে নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ, অভিযুক্তদের শাস্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ

Kibria Ansary

Published: 23 August, 2024, 05:53 PM
অসমে নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ, অভিযুক্তদের শাস্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ

গুয়াহাটি, ২৩ আগস্টঃ এবার বিজেপি শাসিত অসমে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। অভিযুক্তদের শাস্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে অসমে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা দোকান পাঠ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখে আন্দোলনের ডাক দিয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় দশম শ্রেণির এক ছাত্রী টিউশন থেকে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। অভিযোগ, তিনজন ব্যক্তি মোটর সাইকেলে এসে ছাত্রীকে ঘিরে ধরে। তারপর তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। পরে একটি পুকুরের পাশের রাস্তায় তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। ঘটনাটি অসমের নগাঁও জেলার ধিং এলাকার।

জানা গিয়েছে, স্থানীয়রা মেয়েটিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তারপরই পুলিশ ঘটনাস্থল থেকে নাবালিকাকে উদ্ধার করে ধিংয়ের একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে নগাঁওয়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যে সন্দেহভাজন এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনায় যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজ্য পুলিশের ডিজি জিপি সিং দোষীদের বিরুদ্ধে কোঠর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এদিকে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার সকাল থেকে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "ধিংয়ে এক নাবালিকাকে গণধর্ষণের ভয়াবহ ঘটনা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আমাদের সম্মিলিত বিবেককে আঘাত করেছে। আমরা কাউকে ছাড় দেব না। দোষীদের বিচারের আওতায় আনা হবে। আমি রাজ্য পুলিশের ডিজিকে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।"

Leave a comment