Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

গুজরাতে চালু দেশীয় পরমাণু রিঅ্যাক্টর

Bipasha Chakraborty

Published: 21 August, 2024, 08:17 PM
গুজরাতে চালু দেশীয় পরমাণু রিঅ্যাক্টর

গান্ধিনগর, ২১ আগস্ট: পুরোপুরি ভাবে কাজ করা শুরু করল ভারতে তৈরি দ্বিতীয় নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর। এটির ক্ষমতা ৭০০ মেগাওয়াট। গুজরাতের কাকড়াপাড় অ্যাটমিক পাওয়ার স্টেশনে বুধবার থেকে পুরো ক্ষমতা নিয়ে কাজ শুরু করল এটি। ৭০০ মেগাওয়াট ক্ষমতাযুক্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি তৈরি হয়েছে গুজরাতের কাকরাপাড়ে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশের মাটিতেই গড়ে তোলা হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। গত বছরের ৩০ জুন থেকেই এই কেন্দ্রের কাজ শুরু হয়েছিল। তবে প্রতিদিন ৯০ শতাংশ কাজ চলছিল কেন্দ্রটিতে। এবার থেকে ১০০ শতাংশ কাজ হচ্ছে কাকরাপাড় অ্যাটমিক পাওয়ার প্রজেক্টে।

দেশের নানা প্রান্তেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তুলছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কাকরাপাড়েই দুটি ইউনিট ইতিমধ্যেই ১০০ শতাংশ সক্রিয় হয়ে উঠল। এছাড়াও রাজস্থানের রাওয়াতভাতা ও হরিয়ানার গোরক্ষপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির কাজ চলছে। 

Leave a comment