Sat, September 21, 2024

ই-পেপার দেখুন

রাখি বন্ধন উৎসবে গোটা দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি সহ মোদি ও শাহের, নারী নিরাপত্তার আহ্বান মূর্মুর

Bipasha Chakraborty

Published: 19 August, 2024, 08:02 PM
রাখি বন্ধন উৎসবে গোটা দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি সহ মোদি ও শাহের, নারী নিরাপত্তার আহ্বান মূর্মুর

নয়াদিল্লি, ১৯ আগস্টঃ রাখি বন্ধন উৎসবে গোটা দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে লেখেন, 'রক্ষা বন্ধন উপলক্ষ্যে, আমি সমস্ত দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাসের অনুভূতির ওপর ভিত্তি করে এই উৎসব সকল বোন ও কন্যার প্রতি স্নেহ ও শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে।" রাষ্ট্রপতি সমাজে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার জন্য দেশের সমস্ত নাগরিককে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রক্ষা বন্ধন উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'ভাই ও বোনের মধ্যে অপরিসীম ভালবাসার প্রতীক এই রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। এই পবিত্র উৎসব আপনাদের সম্পর্কের মধ্যে নতুন মাধুর্য্য এবং আপনাদের জীবনে সুখ,  সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনুক।'
সোমবার দেশজুড়ে পালিত হয়েছে রাখি উৎসব। প্রতিবারের মতো এবারেও খুদেদের রাখি পরিয়ে বিশেষ দিন উৎযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্কুলের ছাত্র-ছাত্রীরাও রাখি পরিয়ে দেন প্রধানমন্ত্রীর হাতে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। 
ভিডিয়ো’তে দেখা গেছে প্রধানমন্ত্রীকে রাখি পরাচ্ছেন বিভিন্ন স্কুলের ছাত্রীরা। তাঁদের সঙ্গে কথাও বলেন মোদি। মাথায় হাত রেখে আশীর্বাদও করেন। 
উপস্থিত পড়ুয়াদের কেউ কেউ প্রধানমন্ত্রীকে কবিতা পাঠ করেও শোনায়। প্রধানমন্ত্রী সেই ছবি ফেসবুকে পোস্টও করেছেন। সেখানে তিনি লিখেছেন, ৭ লোক কল্যাণ মার্গে রাখিবন্ধন আনন্দের সঙ্গে পালিত হল। 
অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাখি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছেন। 
 

Leave a comment