Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বিজেপির পথে চম্পাই সোরেন! 'জল্পনা সম্পর্কে জানি না', মুখ খুললেন JMM নেতা

Kibria Ansary

Published: 18 August, 2024, 03:53 PM
বিজেপির পথে চম্পাই সোরেন! 'জল্পনা সম্পর্কে জানি না', মুখ খুললেন JMM নেতা

নয়াদিল্লি, ১৮ অগাস্ট: কি হচ্ছে ঝাড়খণ্ডের রাজনীতিতে! রবিবার সকাল থেকে সেই বির্তক উস্কে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন। রবিবার দিল্লি সফর গিয়েছেন তিনি। যাকে ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি জেএমএম ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন চম্পাই সোরেন। সেই প্রশ্নই মাথা চাড়া দিয়েছে। শনিবার কলকাতায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন চম্পাই বলে খবর। এরপরই আরও জোরাল হয়েছে জল্পনা। কি কারণে দিল্লিতে জেএমএম নেতা! উত্তরে চম্পাই সোরেন বলেছন, "হাম জাহা পার হ্যায়, ওয়াহান হি হ্যায় (আমি যেখনে আছি, সেখানেই থাকব)"। আজ দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই চম্পাই সোরেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি ব্যক্তিগত কারণে দিল্লিতে এসেছি। কোনও রিপোর্ট বা জল্পনা সম্পর্কে জানি না।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদ খোয়ানোর পর থেকেই চম্পাই সোরেন দলের উপরে ক্ষুব্ধ বলে জানা গিয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষে যখন দুর্নীতি মামলায় গ্রেফতার হন হেমন্ত সোরেন, তখন চম্পাই সোরেনকেই মুখ্যমন্ত্রী পদে বসিয়ে গিয়েছিলেন। জুলাই মাসে জামিন পেতেই জেল থেকে বেরিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে বসেন হেমন্ত। গদিচ্যুত করা হয় চম্পাই সোরেনকে। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ও অপমানিত হয়েছিলেন চম্পাই সোরেন। দলীয় বৈঠকেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বলে শোনা গিয়েছিল।

দেশ - এর থেকে আরোও খবর

Former Jharkhand Chief Minister Champai Soren joining the BJP

Leave a comment