Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

রাজ্যপালের নির্দেশ অবৈধ: বিচার প্রক্রিয়ায় অনুমোদন নিয়ে গহলৌতকে তোপ সিদ্দারামাইয়ার

Kibria Ansary

Published: 17 August, 2024, 09:34 PM
রাজ্যপালের নির্দেশ অবৈধ: বিচার প্রক্রিয়ায় অনুমোদন নিয়ে গহলৌতকে তোপ সিদ্দারামাইয়ার

বেঙ্গালুরু, ১৭ অগাস্ট: কর্নাটকের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় রাজ্যপালের অনুমোদন নিয়ে পাল্টা আক্রমণ করলেন সিদ্দারামাইয়া। মুডা মামলায় রাজ্যপালের নির্দেশকে অবৈধ বলে মন্তব্য করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, "আমরা আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছি। আমি ও ডি কে শিবকুমার এবং আমার সমস্ত মন্ত্রীদের ধন্যবাদ জানাই। কংগ্রেসও আমার পাশে আছে। কংগ্রেস কর্মীরাও আমার পাশে দাঁড়িয়েছেন। কংগ্রেস হাইকমান্ডের নেতারা আমাকে ফোন করে আমরা পাশে থাকার কথা বলেছেন।" একইসঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সিদ্দারামাইয়া বলেন, "গোটা মন্ত্রিসভা রাজ্যপালের সিদ্ধান্তের নিন্দা করেছে। রাজ্যপালের সংবিধানের প্রতিনিধি হিসাবে কাজ করা উচিত। কিন্তু রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে কাজ করছেন। রাজ্যপাল বিজেপির প্রতিনিধি হিসেবে কাজ করছেন।"


উল্লেখ্য, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছেন রাজ্যপাল থাওয়ারচন্দ গহলৌত। জমি দুর্নীতি মামলার অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগেই জমি দুর্নীতির অভিযোগ উঠেছিল সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতী ও শ্যালক মল্লিকার্জুনের বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তিন সমাজকর্মী। দাবি করা হয়, মাইসুরু নগরোন্নয়ন দপ্তর তথা মুডার জমি বিতরণ করা হয়েছে বেআইনি ভাবে। আর এই মামলাতেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমোদন দিয়েছেন কর্নাটকের রাজ্যপাল।

দেশ - এর থেকে আরোও খবর

Karnataka Governor granting permission to prosecute MUDA scam CM Siddaramaiah DK Shivakumar

Leave a comment