Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

৮১১ স্কুল প্রতি ১ জন করে সরকারি শিক্ষক, হরিয়ানাতে শিকেয় পড়াশোনা

ইমামা খাতুন

Published: 17 August, 2024, 09:03 PM
৮১১ স্কুল প্রতি ১ জন করে সরকারি শিক্ষক, হরিয়ানাতে শিকেয় পড়াশোনা


 নয়াদিল্লি, ১৭ আগস্ট: ডাবল ইঞ্জিন শাসিত রাজ্যে শিকেয় পড়াশোনা। বিশেষ করে হরিয়ানায়। শিক্ষা ব্যবস্থা নিয়ে বিজেপি যতই আস্ফালন করুক না কেন নিটফল শূন্য। সাম্প্রতিক এক রিপোর্টে সেই করুণচিত্র ধরা পড়েছে। শিক্ষাব্যবস্থায় উচ্চবিত্তদের সঙ্গে নিম্ন বিত্ত পরিবারের মধ্যে বৈষম্য প্রকট হয়েছে।   


প্রজেক্ট অ্যাপ্রুভ্যাল বোর্ড (পিএবি) রিপোর্ট অনুযায়ী, বিজেপি শাসিত হরিয়ানা’তে শিক্ষার হার তলানিতে। বিগত কয়েক বছরে রাজ্যের ১৯টি প্রাইমারি বিদ্যালয়ে একটিও নতুন পড়ুয়া ভর্তি হয়নি। পাশাপাশি ৩,১৪৮টি সরকারি স্কুলে পড়ুয়া সংখ্যা ৫০-এরও কম। অন্যদিকে রাজ্যের ১৪,৫৬২ সরকারি স্কুলের মধ্যে ৮১১ স্কুলে,  প্রতি ১ জন করে সরকারি শিক্ষক রয়েছে।


রাজ্যের ২০২৪-২৫ শিক্ষা-বর্ষে- শিক্ষা-ব্যবস্থা’র ওপর সমীক্ষা করে জানা গেছে, হরিয়ানাতে ৩৫.৪৩ শতাংশ প্রাইমারি স্কুলের অবস্থা শোচনীয়। নিম্নমুখী পড়াশোনার হার। স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। যেখানে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার (আরটিই) আইন, ২০০৯ অনুযায়ী, প্রাইমারি স্কুল গুলিতে প্রতি ৩০ জন শিশু অনুযায়ী ১ জন করে শিক্ষক’কে নিযুক্ত করতে হবে। অর্থাৎ ৩০:১ রেশিও থাকতে হবে। সেখানে বহু স্কুলে মাত্র ১ জন করে শিক্ষক রয়েছে। 


শুধু তাই নয়, স্কুলে পঠন পাঠনের জন্য পর্যাপ্ত কক্ষ নেই। যা রয়েছে তা নির্ধারিত কক্ষের থেকে ১৮ শতাংশ কম। পড়ুয়াদের খেলার জন্য নেই পর্যাপ্ত মাঠ। স্মার্ট ক্লাসরুম প্রয়োজনীয় সংখ্যা থেকে ১.৪ শতাংশ কম। ইন্টিগ্রেটেড সাইন্স ল্যাব প্রয়োজন থেকে ৫০.৬৯ শতাংশ কম,  স্কিল এডুকেশন ল্যাব ১৩ শতাংশ কম। 


অন্যদিকে রমরমিয়ে চলছে বেসরকারি স্কুলগুলি। একদিকে একশ্রেণি পড়াশোনায় এগিয়ে গেলও পিছনের সারিতে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণি। স্কুলে যেতে অনীহা তাদের। পাশাপাশি বেসরকারি স্কুলের অতিরিক্ত খরচ বহন করতে অক্ষম মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারগুলি তাদের সন্তানদের মাঝ পথেই পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। ফলসরূপ তাদের একাংশ পরিযায়ী শ্রমিকের কাজে যোগ দিচ্ছে।


রিপোর্ট অনুযায়ী,  হরিয়ানাতে ৭০০০ বেসরকারি স্কুল রয়েছে। যা রাজ্যের মোট সরকারি স্কুলের অর্ধেক। তবে ১৪০০০ হাজার সরকারি স্কুলে যে পরিমাণ পড়ুয়া রয়েছে, ৭০০০ হাজার বেসরকারি স্কুলে তার থেকে বেশি রয়েছে। বিগত কয়েক বছরে স্কুলে ঠিকভাবে শিক্ষক নিয়োগ হয়নি সে রাজ্যে। শুধু তাই নয় বহু স্কুলে শূন্যপদ থাকা সত্ত্বেও সেখানে নিয়োগ হচ্ছে না। ১ জন শিক্ষক দিয়ে তো আর গোটা স্কুল পরিচালনা করা যায় না। আর এভাবে চলতে থাকলে শীঘ্রই সে রাজ্যের অধিকাংশ প্রাইমারি বিদ্যালয় বন্ধ হয়ে যাবে। আর সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলবে অশিক্ষার হার।

 

ওয়াকিফহাল মহলের মতে,  বিজেপি শাসিত রাজ্যে শিক্ষার হাল বেহাল। একদম ধ্বংসের পথে। এর পরিবর্তন না হলে ভবিষ্যৎ প্রজন্ম বিশেষ করে আর্থিক পিছিয়ে পড়া পরিবারের সন্তানরা খারাপ পথ বেছে নেবে।

Leave a comment