Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

আগামীদিনে রাহুল-সনিয়াকে জেল খাটানো হতে পারে: বিস্ফোরক অভিযোগ মণীশ সিসোদিয়ার

Kibria Ansary

Published: 17 August, 2024, 04:35 PM
আগামীদিনে রাহুল-সনিয়াকে জেল খাটানো হতে পারে: বিস্ফোরক অভিযোগ মণীশ সিসোদিয়ার

নয়াদিল্লি, ১৭ অগাস্ট: বিরোধী নেতাদের জেলে ঢোকানে হবে বলে বিস্ফোরক অভিযোগ করলেন সদ্য জেলমুক্ত আপ নেতা মণীশ সিসোদিয়া। তাঁর দাবি, রাহুল গান্ধি, সনিয়া গান্ধিকেও আগামীদিনে জেল খাটানো হতে পারে। মণীশ সিসোদিয়া বলেন, 'আমি কেবলমাত্র অরবিন্দ কেজরিওয়ালের কথা বলছি না। রাহুল গান্ধীকেও ভবিষ্যতে জেলে যেতে হতে পারে। এমনকী, সনিয়াজি, খাড়গেজিকেও জেলবন্দি করা হতে পারে। হেমন্ত সোরেনকেও তো জেলে যেতে হয়েছে। শরদ পাওয়ারের দল ভেঙে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলির টার্গেট কেবলমাত্র নিজের দলকে রক্ষা করা নয়, গণতন্ত্র বাঁচানোও তাঁদের কর্তব্য।'

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলবন্দি ছিলেন আপ নেতা। সদ্য মুক্তি পেয়েছেন তিনি। জেল থেকে বেরিয়েই বিজেপি নেতৃত্বাধীন সরকারকে একহাত নেন মণীশ সিসোদিয়া। তাঁর মতে লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণ ইন্ডিয়া জোট। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রসঙ্গে তিনি বলেছেন, 'ভারতে সততার প্রতীক অরবিন্দ কেজরিওয়াল। তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। দেশে স্বৈরাচারী শাসন চলছে। বিরোধীরা যদি এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এককাট্টা হয় তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অরবিন্দ কেজরিওয়ালকে জেল থেকে বের করে আনা সম্ভব হবে।'

দেশ - এর থেকে আরোও খবর

Rahul Sonia Gandhi may go to jail in future AAP leader Manish Sisodia

Leave a comment