Thu, September 19, 2024

ই-পেপার দেখুন

বিহারে ক্রমবর্ধমান ধর্ষণ-খুন, নারী সুরক্ষা নিয়ে নীতীশ সরকারকে তোপ তেজস্বী যাদবের

Kibria Ansary

Published: 17 August, 2024, 03:18 PM
বিহারে ক্রমবর্ধমান ধর্ষণ-খুন, নারী সুরক্ষা নিয়ে নীতীশ সরকারকে তোপ তেজস্বী যাদবের

পাটনা, ১৭ অগাস্ট: আরজি কর কাণ্ডের জেরে দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ-আন্দোলন। দেশ ছাড়িয়ে বিদেশেও পড়েছে প্রতিবাদের আঁচ। মহিলা চিকিৎসককে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় এবার বিহারে মহিলাদের সুরক্ষা নিয়ে নীতীশ সরকারকে তোপ দাগলেন প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহার রাজ্যে ক্রমবর্ধমান অপরাধ দমনে ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমালোচনা করলেন তিনি। আরজেডি নেতা বলেছেন, মুজফফরপুরে এক দলিত নাবালিকাকে অপহরণ, গণধর্ষণ ও খুনের ঘটনার কথা উল্লেখ করেছেন তেজস্বী। তাঁর অভিযোগ, সাম্প্রতিক কয়েকদিনে রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে।

পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় এফআইআর দায়ের করতে পুলিশের চার দিন সময় লেগেছে। নির্যাতিতার ভাই শরীরে আঘাত ও গোপনাঙ্গে ফোলাভাবের কথা জানালেও কর্তৃপক্ষের আল্ট্রাসাউন্ড পরীক্ষার ব্যবস্থা করতে চার দিন সময় লেগে গেল। সম্প্রতি রাজ্য পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তেজস্বী। রাজ্যে ক্রমবর্ধমান অপরাধের প্রবণতা প্রমাণ করতে একাধিক তথ্য প্রকাশ করেন তিনি। মধুবনে (পূর্ব চম্পারণ) কুড়াল দিয়ে ১৯ বছর বয়সী এক কিশোরীকে কুপিয়ে হত্যা এবং বৈশালীতে ২৭ বছর বয়সী এক মহিলাকে হত্যা সহ সাম্প্রতিক অপরাধের কথা তুলে ধরেন আরজেডি নেতা। এদিন এক্স পোস্টে তেজস্বী বলেন, "গত কয়েকদিনের ঘটনাগুলি একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। রাজনৈতিক ছায়াতলে অপরাধী এবং ধর্ষকরা বিহারে খুল্লাম খুল্লা অপরাধের ঘটনা ঘটাচ্ছে।"

Leave a comment