Sat, September 28, 2024

ই-পেপার দেখুন

সেরা চলচ্চিত্র পুরস্কার বিজয়ী 'আট্টাম', ঋষভ শেঠির ঝুলিতে সেরা অভিনেতার পুরস্কার

Kibria Ansary

Published: 16 August, 2024, 06:38 PM
সেরা চলচ্চিত্র পুরস্কার বিজয়ী 'আট্টাম', ঋষভ শেঠির ঝুলিতে সেরা অভিনেতার পুরস্কার

নয়াদিল্লি, ১৬ অগাস্ট: ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শুক্রবার নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে বিজয়ীদের নাম ঘোষণা করেছে। ঋষভ শেঠি, যিনি কানতারায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার বিজয়ী হয়েছেন। মালায়ালাম ভাষার নাটক আট্টাম সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। এবারের জুরিতে ছিলেন ফিচার ফিল্মের চেয়ারপারসন রাহুল রাওয়াইল, নন-ফিচার ফিল্ম জুরির চেয়ারপারসন নীলা মাধব পান্ডা এবং সিনেমার সেরা লেখক চেয়ারপারসন গঙ্গাধর মুদালাইর।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, সেরা অভিনেত্রীর পুরস্কারে টাই হয়েছেন তিরুচিত্রাম্বলমের নিত্যা মেনেন এবং কচ্ছ এক্সপ্রেসের মানসী পারেখ। অমিতাভ বচ্চন ও অন্যান্য অভিনীত 'উঁচাই' ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুরজ ভরজাতিয়া। সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন নীনা গুপ্তা। 

বিজয়ীদের তালিকা:

FEATURE CATEGORIES
★) শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- আত্তম
★) সেরা অভিনেতা- ঋষভ শেঠি, কানতারা
★) সেরা অভিনেত্রী- তিরুচিত্রবালামের নিত্যা মেনন এবং কচ্ছ এক্সপ্রেসের মানসী পারেখ
★) সেরা পরিচালক- সুরজ বরজাতিয়া, উঁচাই
★) সেরা পার্শ্ব অভিনেত্রী- নীনা গুপ্তা, উঁচাই
★) সেরা পার্শ্ব অভিনেতা - পবন মালহোত্রা, ফৌজি
★) পূর্ণাঙ্গ বিনোদন প্রদানকারী সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র- কানতারা
★) সেরা ডিবাট- ফৌজা, প্রমোদ কুমার
★) সেরা তেলেগু ছবি- কার্তিকেয় ২
★) সেরা তামিল ছবি- পোন্নিয়িন সেলভান, পার্ট-১
★) সেরা পাঞ্জাবি ছবি- বাঘি দি ধী
★) সেরা ওড়িয়া চলচ্চিত্র- দমন
★) শ্রেষ্ঠ মালায়ালাম চলচ্চিত্র - সৌদি ভেলাক্কা সিসি.২২৫/২০০৯
★) সেরা মারাঠি ছবি- ভালভি
★) সেরা কন্নড় ছবি- কেজিএফ: চ্যাপ্টার টু
★) সেরা হিন্দি চলচ্চিত্র- গুলমোহর
★) শ্রেষ্ঠ তিওয়া চলচ্চিত্র- সিকাইসাল
★) শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র- কাবেরী অন্তর
★) শ্রেষ্ঠ অসমীয়া চলচ্চিত্র- এমুথী পুঠি
★) বিশেষ উল্লেখ- গুলমোহরে মনোজ বাজপেয়ী এবং কালিখনের জন্য সঞ্জয় সলিল চৌধুরী
★) সেরা অ্যাকশন ডিরেকশন- কেজিএফ: চ্যাপ্টার টু
★) সেরা কোরিওগ্রাফি- তিরুচিত্রবালাম
★) শ্রেষ্ঠ গীতিকার - ফৌজা
★) সেরা সংগীত পরিচালক- প্রীতম (গান), এ আর রহমান (আবহ স্কোর)
★) সেরা রূপসজ্জা- অপরাজিত
★) সেরা পোশাক- কচ্ছ এক্সপ্রেস
★) সেরা প্রোডাকশন ডিজাইন- অপরাজিত
★) সেরা সম্পাদনা- আত্তম
★) সেরা সাউন্ড ডিজাইন- পোন্নিয়িন সেলভান–পার্ট ১
★) শ্রেষ্ঠ চিত্রনাট্য- আত্তম
★) সেরা সংলাপ- গুলমোহর
★) সেরা সিনেমাটোগ্রাফি- পোন্নিয়িন সেলভান- পার্ট ১
★) সেরা মহিলা প্লেব্যাক- সৌদি ভেলাক্কা সিসি.225/2009, বোম্বে জয়শ্রী
★) সেরা পুরুষ প্লেব্যাক- ব্রহ্মাস্ত্র (অরিজিৎ সিং)
★) সেরা শিশু শিল্পী- শ্রীপথ (মল্লিকাপপুরম)
★) সেরা চলচ্চিত্র- ব্রহ্মাস্ত্র
★) সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী সেরা নন-ফিচার ফিল্ম- কচ্ছ এক্সপ্রেস

FILM WRITING
★) সেরা সমালোচক- দীপক দুয়া
★) সেরা বই- কিশোর কুমার: দ্য আলটিমেট বায়োগ্রাফি

NON-FEATURE CATEGORIES
★) সেরা নন-ফিচার ফিল্ম- আয়না
★) শ্রেষ্ঠ নবাগত চলচ্চিত্র- মাধ্যন্তরা
★) সেরা জীবনীমূলক/ঐতিহাসিক/সংকলন চলচ্চিত্র- আনাখি এক মহেঞ্জো দারো
★) সেরা শিল্প/সংস্কৃতি চলচ্চিত্র- রাঙ্গা বিভোগা (বর্ষসা)
★) সেরা চিত্রনাট্য- মনো নো অ্যাওয়ার
★) সেরা কথক- জঙ্গলের বচসা
★) সেরা মিউজিক ডিরেকশন- ফুরসাত
★) সেরা সম্পাদনা- মাধ্যান্তারা
★) সেরা সাউন্ড ডিজাইন- ইয়ান
★) সেরা সিনেমাটোগ্রাফি- মনো নো অ্যাওয়ার
★) সেরা ডিরেকশন- ফ্রম দ্য শ্যাডো
★) শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- জুনিয়োটা
★) সেরা অ্যানিমেটেড ছবি- দ্য কোকোনাট ট্রি
★) সামাজিক ও পরিবেশগত মূল্যবোধের প্রচারে সেরা নন-ফিচার ফিল্ম- অন দ্য ব্রিঙ্ক সিজন ২- ঘড়িয়াল
★) সেরা ডকুমেন্টারি- মারমার্স অব দ্য জাঙ্গল

প্রসঙ্গত, ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেন্সর বোর্ড দ্বারা স্বীকৃত চলচ্চিত্রগুলি মনোনীত হয়েছিল। ২০২৪ সালের অক্টোবরে একটি অনুষ্ঠানে বিজয়ীদের সম্মানিত করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Leave a comment