Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ভারতকে: কেন্দ্রকে বার্তা সংঘ প্রধানের

Kibria Ansary

Published: 15 August, 2024, 05:54 PM
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ভারতকে: কেন্দ্রকে বার্তা সংঘ প্রধানের

পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) প্রধান মোহন ভাগবত। পড়শী দেশে বসবাসকারী হিন্দুরা কোনও কারণ ছাড়াই সহিংসতার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেন আরএসএস প্রধান। কেন্দ্রের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যাতে কোনও অন্যায় ও নৃশংসতার মুখোমুখি না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের দেশের।

স্বাধীনতা দিবস উপলক্ষে মহল এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলনের পর তিনি বলেন, "আগামী প্রজন্মের কর্তব্য 'স্বাধীনতা' রক্ষা করা, কারণ বিশ্বে সব সময়ই এমন মানুষ থাকে যারা অন্য দেশের ওপর আধিপত্য বিস্তার করতে চায়। আমাদের সতর্ক থাকতে হবে এবং তাদের থেকে নিজেদের রক্ষা করতে হবে।"

বাংলাদেশের প্রসঙ্গ টেনে ভাগবত বলেন, "পরিস্থিতি সব সময় একই রকম থাকে না। কখনও কখনও পরিস্থিতি খারাপ হয় এবং উত্থান-পতন থাকে। আমরা প্রতিবেশী দেশে প্রচুর সহিংসতা হচ্ছে এবং সেখানে বসবাসকারী হিন্দুরা কোনও কারণ ছাড়াই হামলার ঘটনা দেখতে পাচ্ছি।" একইসঙ্গে তিনি বলেছেন, "অন্যকে সাহায্য করাই ভারতের ঐতিহ্য। আমরা গত কয়েক বছরে দেখেছি যে ভারত কখনও কাউকে আক্রমণ করেনি। পড়শীরা আমাদের সাথে যেমনই আচরণ করুক না কেন। তারা সমস্যায় পড়লে তাদের সাহায্য করেছে ভারত।"

ভারতের দায়িত্বের কথা বুঝিয়ে আরএসএস প্রধানের বক্তব্য, "অস্থিতিশীলতা ও অরাজকতার উত্তাপে জর্জরিত মানুষকে যাতে কোনও সমস্যা, অবিচার ও নৃশংসতার মুখোমুখি হতে না হয়, তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের দেশের। কিছু কিছু ক্ষেত্রে সরকারকে নিজের স্তরে দেখতে হয়, কিন্তু সমাজ তখনই শক্তি পায় যখন সমাজ তার কর্তব্য পালন করে এবং দেশের প্রতি দায়বদ্ধতা দেখায়।"

Leave a comment