Sun, September 29, 2024

ই-পেপার দেখুন

সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ঠেকাতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল নয়াদিল্লি

Kibria Ansary

Published: 10 August, 2024, 09:45 PM
সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ঠেকাতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল নয়াদিল্লি

নয়াদিল্লি, ১০ অগাস্ট: বাংলাদেশে হিংসা পর ভারত-বাংলাদেশ সীমান্ত বেড়েছে উদ্বেগ। এবার সীমান্ত পরিস্থিতি তদারকি, প্রবাসী এবং হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করল নয়াদিল্লি। কমিটিতে বিএসএফ ও সেনাবাহিনীর শীর্ষ কয়েকজন আধিকারিক রয়েছেন। উল্লেখ্য, গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ওপর হামলার খবর পাওয়া যায়। এ ঘটনা কেন্দ্র করে বাংলাদেশে আছেন এমন ভারতীয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি দেখতে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সামাজিক মাধ্যম একথা জানিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
 
বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পর্যবেক্ষণ কমিটি কাজ করবে। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও রেখে এই কমিটি কাজ করবে বলেও দাবি করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চলা সেসব পরিস্থিতির মধ্যেই ভারত বাংলাদেশে তাদের ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। বন্ধ রয়েছে দু'দেশের রেল যোগাযোগও। এদিকে সীমান্তের ভারতীয় অংশে কাস্টমস ইমিগ্রেশনেও নজরদারি কড়াকড়ি করা হয়েছে। সেই সঙ্গে সীমান্তে নিরাপত্তায় বাড়তি সতর্ক রয়েছে বিএসএফ।

দেশ - এর থেকে আরোও খবর

New Delhi constituted a high-level committee border security prevention of infiltration

Leave a comment