Fri, September 20, 2024

ই-পেপার দেখুন

ভূমিধসে বিপর্যস্ত কেরল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী মোদি, সঙ্গী বিজয়ন

Kibria Ansary

Published: 10 August, 2024, 05:18 PM
ভূমিধসে বিপর্যস্ত কেরল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী মোদি, সঙ্গী বিজয়ন

নয়াদিল্লি, ১০ অগাস্ট: কেরলের ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সঙ্গে ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। হেলিকপ্টারে করে ওয়ানাড়ের ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী।

এদিকে তিনদিন আগেই কেরলের ভয়াবহ ভূমিধসকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। বুধবার সংসদে এই দাবি জানান কংগ্রেস সাংসদ। পাশাপাশি কেরলের ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর আহ্বানও জানান তিনি। সংসদে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, কেন্দ্রকে ক্ষতিগ্রস্ত জেলাগুলির জন্য একটি বিস্তৃত পুনর্বাসন প্যাকেজ ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। কংগ্রেস নেতা আরও বলেন, ২০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। বিপুল সংখ্যক নিখোঁজ রয়েছে। তবে শেষ পর্যন্ত হতাহতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে যাবে। এদিকে কেন্দ্র ও কর্ণাটক, তামিলনাড়ু ও তেলেঙ্গানার সরকার কেরলকে আর্থিক সহায়তা করেছে। এদিন রাজ্যগুলির প্রশংসা করেন রাহুল গান্ধি। তাঁর কথায়, দেখে ভাল লাগছে সমস্ত সম্প্রদায় এবং বিভিন্ন মতাদর্শের মানুষ ক্ষতিগ্রস্থদের সাহায্য করার জন্য একত্রিত হয়েছেন।

Leave a comment