নয়াদিল্লি, ১০ অগাস্ট: আপ শিবিরে স্বস্তি। ১৭ মাস পর জামিন পেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। শুক্রবার তাঁকে জামিন দেয় দেশের সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। এর আগে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জামিনের আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। শুক্রবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে সুপ্রিমকোর্ট। তবে ৪টি শর্তে জামিন পেয়েছেন মণীশ। উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছিলেন মণীশ সিসোসিয়া। এরপর একাধিকবার জামিনের আবেদন করলেও তা খারিজ করে দিয়েছিল আদালত। আবগারি মামলায় CBI-এর পর ED-র হাতেও গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই ও কেভি বিশ্বনাথের বেঞ্চ এই মামলার নির্দেশ রিজার্ভে রেখেছিল ৬ অগাস্ট। ১০ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে সিসোদিয়ার জামিন মঞ্জুর করেছে শীর্ষ আদালত। প্রতি সোমবার তদন্তকারী আধিকারিকের কাছে তাঁকে রিপোর্ট করতে হবে বলেও জানিয়েছে আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, কোনও ভাবেই তিনি এই মামলায় সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করতে পারবেন না। দিনের পর দিন মণীশ সিসোদিয়াকে জেলে আটকে রাখা তাঁর নৈতিক অধিকারের বিরোধী বলে মন্তব্য করেন দুই বিচারপতির বেঞ্চ। শীর্ষ আদালতের বিচারপতি বি আর গাভাই ও কেবি বিশ্বনাথ বলেন, 'দ্রুত বিচার দেওয়ার কথা ছিল আপ নেতাকে। এখন যদি আবার ট্রায়াল কোর্টে বিষয়টি পাঠিয়ে দেওয়া হয় তবে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।'